আসছে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’।
Published : 14 Dec 2023, 05:49 PM
বলিউড বাদশা শাহরুখ খান ভক্তদের ফের মনে করিয়ে দিলেন তার নতুন সিনেমা ‘ডানকি’ মুক্তির তারিখ; সঙ্গে এল সিনেমার নতুন পোস্টার।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করা ‘ডানকি’র এই পোস্টারে শাহরুখের সঙ্গে দেখা গেছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকেও।
ক্যাপশনে লেখা, “আমাদের সাথে দেখা করার জন্য স্যুট পরে তৈরি থেকো। খুব বেশি অপেক্ষা করতে হবে না আর। নিয়ে এসো স্ত্রী, প্রেমিকা কিংবা যাকে ভালবাসো তুমি। ৭ দিন বাদেই দেখা দেবে তোমাদের হার্ডি, মানু আর তার প্রেমিকের সাথে। ডানকি মুক্তি পেতে আর মাত্র ৭ দিন বাকি।”
আগামী ২২ তারিখে মুক্তি পাচ্ছে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। এ সিনেমার মুক্তি ঘিরে সোমবার রাতে জম্মুতে বৈষ্ণদেবীর মন্দিরে পূজা দিতে যান কিং খান।
সম্প্রতি শাহরুখের একটি ভিডিও এসেছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মন্দিরের পথে হেঁটে যাচ্ছেন তিনি। তার সঙ্গে আছেন সহকারী পূজা দাদালানি।
চলতি বছর ‘জওয়ান’ এবং ‘পাঠান’ সিনেমায় শাহরুখ অ্যাকশন হিরো হয়ে হাজির হলেও নির্মাতা রাজকুমার হিরানি ‘ডানকিতে’ এ অভিনেতাকে তুলে ধরেছেন ভিন্ন রূপে; যার আভাস মিলেছে সিনেমার ট্রেইলারে।
‘ডানকি’ সিনেমায় শাহরুখ চরিত্রের নাম হার্ডি। এই সিনেমা হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী তুলে ধরেছে।
স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে; যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
‘ডানকিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মিলবে।