বুবলী লিখেছেন, "হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?"
Published : 20 Mar 2025, 12:17 AM
প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’ নামের যে সিনেমা আসছে এবারের ঈদে, সেটির প্রচার কাজে নেমেছেন এর নির্মাতা, অভিনয় শিল্পীরা। তাতে শামিল হয়ে চমক দেখিয়েছেন ‘জংলির’ নায়িকা শবনম বুবলী।
ফেইসবুকে লুঙ্গি পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, "হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?"
এম রহিমের পরিচালনায় এই সিনেমায় বুবলী জুটি বেঁধেছেন সিয়াম আহমেদের সঙ্গে।
‘জংলির’ পোস্টার, গান, টিজার এসেছে আগেই।
এক ভিডিও বার্তায় বুবলী বলেন, "জংলি এবং লুঙ্গির মধ্যে সম্পর্ক কী তা দেখতে হলে যেতে হবে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা জংলি দেখতে, আপনার পাশের প্রেক্ষাগৃহে, এটা কেউ মিস করবেন না।"
‘জংলি’ সিনেমার টিজারে বুবলীকে দেখা গেছে এক ঝলক। তবে তার চরিত্রটি কেমন হবে সেটি এখনো খোলাসা করেননি পরিচালক রহিম।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
রহিম গ্লিটজকে বলেন, “সিনেমার গল্পটা এমন যেটা দেখে প্রেক্ষাগৃহ থেকে দর্শক তৃপ্তি নিয়ে বের হবেন, অন্যরকম অনুভূতি তৈরি হবে। জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা।“
‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
বুবলী ও দীঘিকে নিয়ে রাহিমের ভাষ্য, “দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন বুবলী, একদম চরিত্রের ভিতরে ঢুকে ছিলেন। আর দীঘি ও বুবলীর সঙ্গে এটি আমার প্রথম কাজ। দীঘির অভিনয় দেখে আমি খুব খুশি হয়েছি।
“বুবলীর অভিনয় দেখে দর্শক অবাক হবেন, ভিন্ন এক বুবলীকে দেখা যাবে এখানে।”
রোজার ঈদে ‘জংলি’ মুক্তির ঘোষণা বাংলা চলচ্চিত্রের জন্য ‘শুভ বার্তা’ হিসেবে দেখছেন এই নির্মাতা।
তার ভাষ্য, “এই ঈদে শাকিব খান আছেন, আফরান নিশো আছেন, সিয়াম আছেন। বাংলা চলচ্চিত্রে গত কয়েক বছর ধরেই দর্শক ভিন্ন ভিন্ন গল্পের অপশন খুঁজছে। আমার মনে হয় তিন অভিনেতার তিন ভিন্ন গল্পের সিনেমা দেখার অপেক্ষায় দর্শকও।
এর আগে গত কোরবানির ঈদে মুক্তির কথা ছিল ‘জংলির’; কিন্তু সেবার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যায় ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সেট। ফলে শুটিং নিয়ে শিডিউল বিপর্যয় ঘটে এবং শেষ মুহূর্তে মুক্তি থেকে সরে যায় সিনেমাটি।
আরও পড়ুন:
'জংলি'র গল্প প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত: রহিম
শুটিং ভেস্তে গেছে রেমালে, ঈদে আসছে না 'জংলি'
'জংলি'তে সিয়ামের নায়িকা বুবলী
'জংলির' চার গানই প্রিন্স মাহমুদের, আসবে অ্যালবামও