পরিচালক বলেন, “আমরা পরবর্তী সময়েই ভালো কিছু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি।"
Published : 02 Jun 2024, 12:45 PM
কোরবানির ঈদে মুক্তি দিতে দারুণ তোড়জোর চলছিল ‘জংলি’ সিনেমা টিমের। পাত্রপাত্রীদের লুক প্রকাশ করে পরিচালক বলেছিলেন, ঈদে ‘জংলি’ আসছে এবং সেটা ‘যে কোনো মূল্যে’। কিন্তু বাধ সাধলো ঘূর্ণিঝড় রেমাল।
ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সেট। ফলে শুটিংয় নিয়ে শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে করে সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক এম রাহিম।
রোববার গ্লিটজকে তিনি বলেন, " শুটিং শেষ হয়েছে কিছুদিন আগেই। যে দৃশ্যধারণ করা হয়েছে সেইসব অংশের ডাবিং এবং প্রি-প্রোডাকশনের কাজ চলমান ছিল। গানের দৃশ্যসহ কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল যেটা ঘূর্ণিঝড় রেমালের কারণে মিস হয়েছে। রেমালের কারণে সেট ভেঙে যায় এবং তিন চারদিনের শুটিংয়ের কাজ ফেঁসে যায়।
“আমরা যখন মে মাসে শুটিং শুরু করি, তীব্র দাবদাহেও শুটিং অনেকটা ব্যাহত হয়েছে। আমরা তো একটা টার্গেট নিয়েই ঈদে আসার ঘোষণা দিয়েছিলাম, এখন হয়ত সবাই মিলে রাতদিন কাজ করে শুটিং করে কাজ শেষ করা যাবে। কিন্তু তাড়াহুড়ায় কোয়ালিটি সিনেমা হবে না। জংলি নিয়ে এখন পর্যন্ত দর্শকের যে আগ্রহ তৈরি হয়েছে সেটা ধরে রেখেই সিনেমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে দর্শককে আশাহত করতে চাচ্ছি না। আমরা পরবর্তী সময়ে ভালো কিছু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি।"
আরও পড়ুন:
'জংলি'তে সিয়ামের নায়িকা বুবলী
‘জংলি’র গল্প লিখেছেন এম রাহিম নিজে। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা।
পরিচালাক রাহিম বলেন, “জংলি সিনেমায় দর্শক মিশ্র ঘরানার ফিল পাবে। রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশন, ইমোশন মিলিয়েই গল্পটা সাজিয়েছি।”
‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিপরীতে আছেন শবনম বুবলী।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
এ সিনেমার চারটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই চারটি গান আবার অ্যালবাম আকারেও আসবে, যা হবে ২০১৬ সালের পর প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম।
পুরনো খবর: