পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Published : 17 Apr 2025, 07:51 PM
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে একদিনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় সহযোগিতা ও দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচ সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের জরিমানা করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান।
দণ্ড পাওয়া শিক্ষকরা হলেন- নেছারিয়া দাখিল মাদরাসার আব্দুল কুদ্দুস, কাছিয়াবুনিয়া আছমত আলী পণ্ডিত দাখিল মাদরাসার সোহেল রানা ও জাকির হোসেন এবং পশ্চিম গাববুনিয়া দাখিল মাদরাসার মো. মাহমুদুল হাসান ও মো. সোহাগ।
ইউএনও ইকবাল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে জরিমানার পাশাপাশি কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ব্যবস্থা নেওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তাদের শুধু একদিনের বিষয়ের পরীক্ষার খাতা নেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ইউএনও।