গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।
Published : 14 Feb 2025, 05:18 PM
প্রকাশ্যে এসেছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’। রোমান্টিক এই গানের দৃশ্যে দেখা গেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে।
‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া। গানের সংগীতায়োজনে ছিলেন শিল্পী ইমরান মাহমুদুল।
এই সিনেমায় চারটি গান রয়েছে। যার প্রত্যেকটি কথা ও সুর প্রিন্স মাহমুদের। গানগুলো আবার অ্যালবাম আকারেও আসবে, যা হবে ২০১৬ সালের পর প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম।
এর আগে, প্রিন্স মাহমুদ গ্লিটজকে বলেন, “‘জংলি’ সিনেমায় চারটি গান আমার। পুরনো দিনের গানের মতো আমার যেমন মিক্সড অ্যালবাম আসত, ওইরকমই অ্যালবাম আসছে। ‘আমার ছিপ নৌকায় এসো’ এটি ছিল শেষ মিক্সড অ্যালাবাম।
“২০১৬ সাল পর্যন্ত প্রতিবছর আমার মিক্সড অ্যালবাম এসেছিল। তারপর এতো বছর পর আবার এই সিনেমার জন্য এই অ্যালবাম করলাম।”
যার প্রথম গান হিসেবে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বুধবার প্রকাশ্যে এসেছে ‘জনম জনম’ গান।
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে নির্মাতা এম রাহিমের ‘জংলি’ সিনেমা। এতে সিয়ামের বিপরীতে আরও দেখা যাবে শবনম বুবলীকে।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা।
সিনেমার গল্প নিয়ে রহিম গ্লিটজকে বলেন, "সিনেমার গল্পটা এমন যেটা দেখে প্রেক্ষাগৃহ থেকে দর্শক তৃপ্তি নিয়ে বের হবেন, অন্যরকম অনুভূতি তৈরি হবে। জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা।“
‘জংলি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
আরও পড়ুন:
'জংলি'র গল্প প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত: রহিম
শুটিং ভেস্তে গেছে রেমালে, ঈদে আসছে না 'জংলি'
'জংলি'তে সিয়ামের নায়িকা বুবলী