পরিচালক রহিম বলেছেন, “চরিত্রের জন্য দীঘি নিজেকে তৈরি করেছে, অনেক পরিশ্রম করেছে। ”
Published : 11 Jun 2024, 06:55 PM
‘জংলি’র পরিচালক শুরু থেকেই তার সিনেমার খবরাখবর ফাঁস করেন একটু একটু করে। এবার তিনি জানিয়েছেন, এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় আসবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
নির্মাতা এম রাহিম গ্লিটজকে বলেন, "দীঘির চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাই না। এটুকু বলতে পারি, দর্শক পর্দায় অন্য এক দীঘিকে দেখবে। চরিত্রের জন্য দীঘি নিজেকে তৈরি করেছে নতুনভাবে, অনেক পরিশ্রম করেছে।”
সিনেমার কাজ কতদূর জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না, তাই আমাদের এখন অত তাড়া নেই। ঈদের পরপরই সিনেমাটি দর্শক দেখতে পাবে৷ "
‘জংলি’র গল্প লিখেছেন এম রাহিম নিজে। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা।
‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিপরীতে আছেন শবনম বুবলী।
এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
সিনেমার চারটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই চারটি গান আবার অ্যালবাম আকারেও আসবে, যা হবে ২০১৬ সালের পর প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম।
কয়েক মাস ধরে ঈদের সিনেমার তালিকায় ‘জিংলি’র নাম শুরুর দিকে থাকলেও গত সপ্তাহে খবর আসে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সেট।
ফলে শুটিং নিয়ে শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে করে সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না বলে জানান পরিচালক রাহিম।
তিনি বলেছিলেন, " শুটিং শেষ হয়েছে কিছুদিন আগেই। যে দৃশ্যধারণ করা হয়েছে, সেইসব অংশের ডাবিং এবং প্রি-প্রোডাকশনের কাজ চলমান ছিল। গানের দৃশ্যসহ কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল যেটা ঘূর্ণিঝড় রেমালের কারণে মিস হয়েছে। রেমালের কারণে সেট ভেঙে যায় এবং তিন চারদিনের শুটিংয়ের কাজ ফেঁসে যায়।
“জংলি নিয়ে এখন পর্যন্ত দর্শকের যে আগ্রহ তৈরি হয়েছে সেটা ধরে রেখেই সিনেমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে দর্শককে আশাহত করতে চাচ্ছি না। আমরা পরবর্তী সময়ে ভালো কিছু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি।"
পুরনো খবর
শুটিং ভেস্তে গেছে রেমালে, ঈদে আসছে না 'জংলি'