অনলাইনের মাধ্যমে ১৯ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
Published : 17 Apr 2025, 07:33 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের ভেতর) বদলির আবেদন নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার থেকে অনলাইনে এ আবেদন শুরু হওয়ার তথ্য দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা বদলির আবেদন নেওয়া শুরু হয়েছে।"
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে বদলি কার্যক্রম সম্পর্কে বলা হয়, ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সহকারী শিক্ষকরা একই বিভাগের অন্য জেলায় বদলির আবেদন করতে পারবেন। এসব আবেদন ২০ এপ্রিলের মধ্যে যাচাই করতে হবে প্রধান শিক্ষকদের।
এরপর ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে বদলির আদেশ জারি হবে। তবে কবে এ আদেশ জারি হবে, তা অধিদপ্তরের চিঠিতে বলা হয়নি।
চিঠিতে বলা হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা বদলির আবেদন যাচাই করবেন। ২৪ থেকে ২৫ এপ্রিল শিক্ষকদের বদলির আবেদন যাচাই করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
প্রাথমিকে বদলি: ২৭১ উপজেলায় আবেদন নেওয়া শুরু
২৬ থেকে ২৭ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা আবেদন যাচাই করবেন। ২৯ থেকে ৩০ এপ্রিল আবেদন যাচাই ও অনুমোদন দেবেন বিভাগীয় উপ-পরিচালক।
আবেদনের শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। বদলির আদেশ জারির পর তা বাতিলের কোনো আবেদন নেওয়া হবে না।
অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ২১৬টি উপজেলা বা থানায় ইতোমধ্যে ১০ শতাংশের বেশি শিক্ষক বদলি হয়ে এসে পড়েছেন। তাই এসব উপজেলার শিক্ষকদের আন্তঃজেলা বদলির আওতার বাইরে রেখে বাকি ২৭১ উপজেলায় বদলির কার্যক্রম চলবে।