ইউক্রেইন যুদ্ধ অবসানের চেষ্টায় যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা চলার সময়ই ক্রেমলিন যুক্তরাষ্ট্র-মালিকানাধীন কোম্পানিকে সেনাদের জন্য ব্যবহারের এই পরিকল্পনা করল।
Published : 17 Apr 2025, 07:37 PM
রুশ সেনাবাহিনীর জন্য খাবার সরবরাহে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন কোম্পানিকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে মস্কো। রয়টার্সের হাতে আসা একটি নথিতে উঠে এসেছে এমন তথ্য।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যবসায়ী লিওনিড স্মিরনভ-এর মালিকানাধীন ক্যানজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাভপ্রডাক্ট গত অক্টোবরে জব্দ করে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবস্থাপনা সংস্থা রোসিমুশচেস্টভো। এটিই একমাত্র যুক্তরাষ্ট্র-মালিকানাধীন কোম্পানি যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।
ইউক্রেইন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি আলোচনা চলার এই সময়ই ক্রেমলিন এই কোম্পানিকে সেনাদের জন্য কাজে লাগানোর পরিকল্পনা করল। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উষ্ণ সম্পর্ক হুমকির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গ্লাভপ্রডাক্ট জব্দ এবং সেটিকে ব্যবহারের বিষয়টি রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।
গ্লাভপ্রডাক্টের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কাছে একটি চিঠিতে লিখেছে, রাশিয়ার ন্যাশনাল গার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভবিষ্যত রসদ সরবরাহ-সহ স্থিতিশীল উৎপাদন নিশ্চিত করতে কোম্পানিটি জব্দ করা জরুরি ছিল।
গ্লাভপ্রোডাক্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন ব্যবস্থাপনা নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং রোসিমুশচেস্টভো।
রুশ সরকারি আইনজীবীরা স্মিরনভের বিরুদ্ধে ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে রাশিয়া থেকে প্রায় ১৩৮ কোটি রুবল (প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার) পাচারের অভিযোগ এনেছে। তবে স্মিরনভ অভিযোগ অস্বীকার করে এটিকে ‘রাশিয়ান স্টাইলে কর্পোরেট রেইড’ হিসেবে বর্ণনা করেছেন।
রুশ প্রসিকিউটর জেনারেল মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। গত ১২ মার্চে মস্কোর একটি আদালত প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের অনুরোধে গ্লাভপ্রডাক্টের সম্পদ জব্দ করে। ১৮ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
রয়টার্সের পাওয়া চিঠিতে মার্কিন কোম্পানি জব্দকরণ থেকে কারা লাভবান হচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, রোসিমুশচেস্টভো গ্লাভপ্রডাক্টের নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্রুযবা নারোদোভ-এর অনুরোধে।
২০১৮ সালের একটি প্রেস রিলিজের তথ্যানুসারে, দ্রুযবা নারোদোভ ২০১৯-২০ সালে রাশিয়ার জাতীয় গার্ডের একমাত্র খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, গ্লাভপ্রডাক্ট অতীতে কখনও রুশ সেনাবাহিনীর জন্য খাবার সরবরাহ করেনি।
২০১৮ সালে প্রয়াত বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির দুর্নীতি-বিরোধী ফাউন্ডেশনের এক অনুসন্ধানে বেরিয়ে আসে যে, সে সময়ের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সরাসরি দ্রুযবা নারোদোভকে জাতীয় গার্ডের একমাত্র সরবরাহকারী হিসেবে অনুমোদন দেন।
ইউক্রেইনে দ্রুত জয় আশা করলেও তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে রাশিয়া কেবল প্রতিরক্ষা খাতেই ব্যয় বাড়ায়নি, কৌশলগত সম্পদেও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। ২০২২ সালে যুদ্ধের এক পর্যায়ে সেনাবাহিনীর জন্য খাবার সরবরাহেও হিমশিম খেতে হয়েছিল রাশিয়াকে।