জাহিদ হাসান অভি গ্লিটজকে বলেন, “দেশে মুক্তির তিন সপ্তাহ পর আগামী ২৫ এপ্রিল সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।”
Published : 27 Feb 2025, 05:28 PM
নির্মাতা এম রাহিমের ‘জংলি’ সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা এসেছিল আগেই, এবার বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অভি কথাচিত্র’।
প্রযোজনার পাশাপাশি পরিবেশনার দায়িত্বেও রয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি গ্লিটজকে বলেন, “দেশে মুক্তির তিন সপ্তাহ পর আগামী ২৫ এপ্রিল সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নিউজিল্যান্ডসহ অনেকগুলো দেশে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। সেখানকার থিয়েটারে ২৫ এপ্রিল ধরেই সবকিছু বুকিং করা হচ্ছে।”
ঈদ এবং বিশ্বব্যাপী ‘জংলি’ মুক্তির ঘোষণা এসেছে, সিনেমাটি সেন্সর পেয়েছে কি-না এমন প্রশ্নে অভি বলেন, “আমরা খুব শিগগিরই সেন্সরের জন্য জমা দেব, ঈদে মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন, আমরা অনেক আগে থেকেই প্রচার চালাচ্ছি। দর্শকেরও সিনেমাটি নিয়ে আগ্রহ আছে। আশা করছি, সেন্সরে কোনো সমস্যা হবে না।
“দেশের বাইরে মুক্তি দিতে গেলে সেখানে বাংলাদেশের সেন্সর দেখাতে হয় না, সেখানে তারা ক্লাসিফাই করে। ক্লাসিফাই করে মুক্তি দিতে হবে। সেটা দেশে মুক্তির তিন সপ্তাহের মধ্যে হয়ে যাবে।”
সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি।
গেল ২২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে সিনেমার ৫৭ সেকেন্ডের ‘প্রি টিজার’। সেখানে সিয়াম ও দিঘীকে দেখা গেছে।
এর আগে ভালোবাসা দিবসে এসেছে সিনেমার প্রথম গান ‘জনম জনম’। গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা।
রহিম গ্লিটজকে বলেন, “সিনেমার গল্পটা এমন যেটা দেখে প্রেক্ষাগৃহ থেকে দর্শক তৃপ্তি নিয়ে বের হবেন, অন্যরকম অনুভূতি তৈরি হবে। জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা।“
‘জংলি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
অভিনয়শিল্পীদের নিয়ে রাহিম বলেন, “সিয়ামের এই সিনেমার জন্য দীর্ঘ একটা পরিশ্রম ছিল, যতদিন শুটিং হয়েছে তার লুক, অভিনয় সব কিছুই একদম চরিত্রের ভিতরে ঢুকে ছিলেন তিনি। আর দীঘি ও বুবলীর সঙ্গেও আমার প্রথম কাজ। দীঘির অভিনয় দেখে আমি খুব খুশি হয়েছি।
“বুবলীর অভিনয় দেখে দর্শক অবাক হবেন, ভিন্ন এক বুবলীকে দেখা যাবে এখানে।”
রোজার ঈদে ‘জংলি’ মুক্তির ঘোষণা বাংলা চলচ্চচিত্রের জন্য ‘শুভ বার্তা’ হিসেবে দেখছেন এই নির্মাতা।
তার ভাষ্য, “এই ঈদে শাকিব খান আছেন, আফরান নিশো আছেন, সিয়াম আছেন। বাংলা চলচ্চিত্রে গত কয়েক বছর ধরেই দর্শক ভিন্ন ভিন্ন গল্পের অপশন খুঁজছে। আমার মনে হয় তিন অভিনেতার তিন ভিন্ন গল্পের সিনেমা দেখার অপেক্ষায় দর্শকও।
“তাই ঈদে চলচ্চিত্রের ‘শুভ বার্তা’ দেখছি বলেই জংলি মুক্তির ঘোষণা দেওয়া হল। আমার বিশ্বাস সিনেমাটি সবাই আপন করে নিবেন।”
এর আগে গত কোরবানির ঈদে মুক্তির কথা ছিল ‘জংলি’র; কিন্তু সেবার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যায় ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সেট। ফলে শুটিং নিয়ে শিডিউল বিপর্যয় ঘটে এবং শেষ মুহুর্তে মুক্তি থেকে সরে যায় সিনেমাটি।
পুরোনো খবর
'জংলি'র গল্প প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত: রহিম
শুটিং ভেস্তে গেছে রেমালে, ঈদে আসছে না 'জংলি
'জংলি'তে সিয়ামের নায়িকা বুবলী