আগামী রোববার থেকে ডলার কেনার দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা; বিক্রির ক্ষেত্রে বিনিময় হার হবে সর্বোচ্চ ১১০ টাকা।
Published : 14 Dec 2023, 10:23 AM
দুই সপ্তাহের ব্যবধানে ২৫ পয়সা কমিয়ে ডলার কেনা-বেচার নতুন দর ঠিক করল ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
এর ফলে সব উৎস থেকে ডলার কিনতে (সেবাখাতসহ সব ধরনের রপ্তানি আয়, বিদেশ থেকে আসা রেমিটেন্স, আন্তঃব্যাংকে কেনা) ডলারের বিনিময় হার হবে ১০৯ টাকা ৫০ পয়সা।
আর বিক্রির (আমদানি, আন্তঃব্যাংক, বিদেশে অর্থ প্রেরণ) ক্ষেত্রে ডলারের বিনিময় হার হবে সর্বোচ্চ ১১০ টাকা।
গত ২ ডিসেম্বর থেকে ক্রয় পর্যায়ে ডলারের দর ছিল ১০৯ টাকা ৭৫ পয়সা; বিক্রিতে ১১০ টাকা ২৫ পয়সা।
বুধবার রাতে অনলাইন বৈঠকে ডলারের নতুন দর নির্ধারণ করা হয় বলে বাফেদার নির্বাহী সচিব আবুল হাশেম জানান।
বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী রোববার (১৭ ডিসেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে। ব্যাংকগুলোর জন্য আজকে চিঠি ইস্যু করা হবে।’’
এ নিয়ে এক মাসের কম সময়ের ব্যবধানে তিন দফায় ডলারের দর কমল মোট এক টাকা। গত ২২ নভেম্বর প্রথমবার ৫০ পয়সা, তারপর ২৯ নভেম্বর ২৫ পয়সা দর কমানো হয়েছিল।
ডলারের দর এমন সময় কমানো হল, যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি ডিসেম্বরে রিজার্ভেই যোগ হবে এবারের কিস্তির ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
অন্যদিকে এ মাসের শেষেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায় বাবদ এক বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে বাংলাদেশকে।
নতুন আসা ডলার ও দায় পরিশোধ শেষে রিজার্ভের স্থিতি কত হতে পারে, তা এখনই বলতে চাচ্ছে না বাংলাদেশ ব্যাংক।
এর আগের বার ডলারের দর কমানোর ব্যাখ্যায় এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিদেশি মুদ্রার বাজারে যে চাপ ছিল বাংলাদেশের ওপর, তা কমতে শুরু করেছে। আমরা একটা বার্তা দিতে চাই যে টাকা স্থিতীশীল হচ্ছে।”
ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে বলা হলেও ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করেই সময়ে সময়ে দর র্নিধারণ করে আসছে বাফেদা ও এবিবি।