প্রতিবেদন আদালতে জমা দিতে আগামী ১৬ মে দিন ঠিক করে দিয়েছেন বিচারক।
Published : 17 Apr 2024, 11:07 PM
গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ প্রতিবেদন আদালতে জমা দিতে আগামী ১৬ মে দিন ঠিক করে দিয়েছেন।
এদিন গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে দায়ের এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
এ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন বলেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হাসান প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন নির্ধারণ করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে আশফাকুলের আট তলার ‘বাসা থেকে পড়ে মারা যায়’ ওই কিশোরী গৃহকর্মী।
ভবনের নিচে তার লাশ মেলার পর স্থানীয়রা ‘প্রীতিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে এলাকায় বিক্ষোভ করেন।
প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এখন কারাগারে আছেন। কয়েক দফায় তাদের জামিন নাকচ হয়েছে আদালতে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লোকেশ উরাংয়ের মেয়ে প্রীতি প্রায় দুই বছর ধরে ওই বাসায় গৃহ সহায়ক হিসেবে ছিলেন।
প্রীতির মৃত্যুর পর ঢাকা ও মৌলভীবাজারে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি থেকে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি তোলা হয়।
কিশোরী এ গৃহকর্মীর মৃত্যুর পর থেকে মানবাধিকার কর্মীরা আশফাকের বিরুদ্ধে ডেইলি স্টারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
পরে ২ এপ্রিল কারাগারে থাকা নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেয় ইংরেজি দৈনিকটি।
আরও পড়ুন...
গৃহকর্মীর মৃত্যু: নির্বাহী সম্পাদক আশফাককে বাদ দিল ডেইলি স্টার
প্রীতি উরাংয়ের মৃত্যু: ‘স্বাধীন, নিরপেক্ষ’ তদন্তের দাবিতে ১১৭ নাগরিকের বিবৃতি
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টার সম্পাদককে ‘খোলা চিঠি’
প্রীতি উরাং: মিরতিংগা থেকে যেভাবে মৃত্যুর কোলে
সেই ফেরদৌসীকে নিয়ে এখন দিশেহারা পরিবার, প্রয়োজন ভালো চিকিৎসা
গৃহকর্মীর মৃত্যু: জামিন পাননি সাংবাদিক আশফাক ও তার স্ত্রী
‘প্রীতির মৃত্যুতে জড়িতদের শাস্তি হলে অন্যরা সাহস পাবে না’
এভাবে কি গরিবের মেয়েকে ফালানো লাগে: প্রীতির মা
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে