আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দশক আগের এই ঘটনায় দলের কোনো কর্মসূচি নেই এবার।
Published : 21 Aug 2024, 05:05 PM
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০ বছর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
২০০৪ সালের ২১ অগাস্ট সংঘটিত এ ঘটনার মামলায় বিচারিক আদালতে রায় হয়েছে। এখন হাই কোর্টে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিলের ওপর শুনানি পর্যায়ে রয়েছে।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্টের সামনের অবকাশকালীন ছুটির পর এ মামলার শুনানির সময় দেওয়া হয়েছে। আগের বেঞ্চ থাকলে সেখানে শুনানি হবে। আর যদি ওই বেঞ্চের এখতিয়ার না থাকে তবে নতুন বেঞ্চে শুনানি হবে।”
২১ অগাস্ট গ্রেনেড হামলার ১৯ বছর: হাই কোর্টে বিচার শেষের অপেক্ষা
২১ অগাস্ট: বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন
তবে নতুন বেঞ্চ হলে সেক্ষেত্রে আবার শুরু থেকে শুনানি হতে পারে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
আগামী ৮ অগাস্ট থেকে অবকাশকালীন ছুটি শুরু হবে; ছুটি শেষ হবে ১৭ অক্টোবর।
গত বছর তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, “পেপারবুকের আর কয়েকশ পৃষ্ঠা পড়ার বাকি আছে। জ্যেষ্ঠ বিচারপতি ভারতে চিকিৎসাধীন থাকায় শুনানি কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী ১০-১১ কার্যদিবসে শুনানি শেষ হওয়ার কথা।”
রায়ের পর ওই বছরই বিচারিক আদালতের রায়সহ মামলা দুটির নথিপত্র হাই কোর্টে আসে, যা সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।
রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
রাজনৈতিক ফায়দার জন্য ২১ অগাস্টের হামলা: বিচারক
রায়ে বিমর্ষ বাবর বললেন, ‘ফাঁসিয়ে দিল’
আরও ১১ পুলিশ ও সেনা কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।
তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করার কারণে আইনের দৃষ্টিতে পলাতক। এ কারণে তিনি আপিল করতে পারেননি।
আওয়ামী লীগ সরকার পতনের পর এবারের একুশে অগাস্ট পালিত হয়েছে নিভৃতেই। ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নেই, নেতাকর্মীরা আত্মগোপনে, সমর্থকদের কেউ কেউ অবশ্য ফেইসবুকে সেই ঘটনার স্মরণে পোস্ট দিচ্ছেন।
আরও পড়ুন:
৭ ও ১০ বছর সাজার পর এবার তারেকের যাবজ্জীবন
‘আইভী রহমানের চোখে সেই শূন্য দৃষ্টি আমি ভুলতে পারি না’
২১ অগাস্ট: যেভাবে সেদিন রক্ষা পান শেখ হাসিনা