ওই তারিখের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
Published : 02 Mar 2025, 06:04 PM
গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় চার জনকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেইসঙ্গে ওই তারিখের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেয়।
পরে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন– একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। “পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন, শরীফুল ইসলাম, তিনি এবং এমরান আকাশ– এমরান চৌধুরী আকাশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদনীন্তন সাধারণ সম্পাদক।”
তাজুল ইসলাম বলেন, “আগামী ৯ এপ্রিল তাদের এই ট্রাইব্যুনালে প্রডিউস করার নির্দেশ দিয়েছেন। যেহেতু আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয় গেছে, ৯ এপ্রিলের মধে আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।
তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সাঈদ।
ওই ঘটনায় ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়ার আশা
বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই পাওয়ার আশা প্রকাশ করেছেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, “প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা আশা করছি এ মাসের মধ্যেই পেয়ে যাব।”
শেখ হাসিনার ‘নির্দেশেই’ গোটা বাংলাদেশজুড়ে ওই অপরাধ সংঘটিত হয় বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।
পুরনো খবর
আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজিসহ ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
আবু সাঈদ হত্যা মামলায় ২১ পুলিশ সদস্য গ্রেপ্তার: আইজিপি