কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন আবু সাঈদ।
Published : 03 Oct 2024, 06:14 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বুধবার রংপুর মহানগর আমলি আদালতের (তাজহাট) বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন বলে জানান আইনজীবী রোকনুজ্জামান রোকন।
এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
নিষেধাজ্ঞা পাওয়ারা হলেন- রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সহযোগী অধ্যাপক মশিউর রহমান, প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান রাসেল, রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আল ইমরান হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, আবু সাঈদ হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই। ১৭ আসামির মধ্যে এএসআই আমির আলী ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, বাকি আসামিরা বিচার এড়াতে বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়।
বুধবার শুনানি শেষে রংপুর মহানগর আমলি আদালতের বিচারক ওই ১৪ আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান এই আইনজীবী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কারের দাবিতে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
এ ঘটনায় ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
আরও পড়ুন:
আবু সাঈদের মৃত্যু গুলিতেই, বলছেন ময়নাতদন্তকারী চিকিৎসক
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে
আবু সাইদকে গুলির নির্দেশ ছিল না: প্রতিমন্ত্রী খালিদ