পুলিশ বলছে, আকাশ ৫ অগাস্টের পর থেকে পলাতক ছিল।
Published : 16 Feb 2025, 02:26 PM
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার গঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান।
গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ ওই গ্রামের শাহেন শাহ চৌধুরীর ছেলে। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি।
ওসি সাইফুল্লাহ বলেন, “আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গত ৫ অগাস্টের পর থেকে পলাতক ছিল। সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছিল সে।
“ডেভিল হান্ট অপারেশনের আওতায় ইসলামপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
আইনগত ব্যবস্থা গ্রহণের পর আকাশকে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।