গাজায় আশু যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র বারবার ভিটো দেওয়ায় ‘আতঙ্কিত বোধ’ করছেন বলে জানান মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের মহাসচিব।
Published : 23 Feb 2024, 12:54 PM
গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভিটো দেওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের বা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) ।
বৃহস্পতিবার এমএসএফের মহাসচিব ক্রিস্তোফার লকইয়ার বলেছেন, “গাজার মানুষদের দরকার একটি যুদ্ধবিরতি, যখন সম্ভব তখন নয়, এখনই। তাদের একটি টেকসই যুদ্ধবিরতি দরকার, অস্থায়ী শান্ত সময়কাল নয়। এরমধ্যে কোনটি কম হলে তা হবে চরম অবহেলা।”
গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আশু যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের দাবিতে যুক্তরাষ্ট্র বারবার ভিটো ব্যবহার করে বাধা দেওয়ায় তিনি আতঙ্কিত বোধ করছেন বলে জানান লকইয়ার; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তিনি জানান, গাজা ভূখণ্ডে চিকিৎসক দলগুলো নতুন একটি নাম পেয়েছে, সেটি হল: ডব্লিউসিএনএসএফ (উন্ডেড চিলড্রেন, নো সারভাইভিং ফ্যামেলি); এটি ‘পরিবারহীন আহত শিশু’ বোঝাতে ব্যবহার করা হচ্ছে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে লকইয়ার বলেন, “এই যুদ্ধে বেঁচে থাকা শিশুরা তীব্র যন্ত্রণাদায়ক আঘাতের দৃশ্যমান জখমই শুধু বহন করছে না, তারা অদৃশ্য আঘাতও বহন করছে। বারবার বাস্তুচ্যুতি, ক্রমাগত আতঙ্ক ও আক্ষরিক অর্থে চোখের সামনে পরিবারের সদস্যদের অঙ্গচ্ছেদ দেখতে হচ্ছে তাদের।
“এই মানসিক আঘাত এমনই তীব্র যে পাঁচ বছর বয়সী শিশুও আমাদের বলছে যে তারা মরে যেতে চায়।”
জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুন পরিষদকে জানান, লকইয়ারের বর্ণনায় তিনিও ‘আতঙ্কিত’ বোধ করছেন।
“তিনি (লকইয়ার) আমাদের জন্য গাজার যে শোচনীয় ছবি তুলে ধরলেন, আমরা আশা করছি তা এই কাউন্সিলের একজন নির্দিষ্ট সদস্যের বিবেককে স্পর্শ করতে পারবে,” যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন ঝাং।
৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত তিনবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবে ভিটো দিয়ে তা ভেস্তে দিয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার আলজেরিয়ার আনা এক আশু যুদ্ধবিরতির প্রস্তাবে ভিটো দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
এতে হতাশা প্রকাশ করে জাতিসংঘের নিযুক্ত আলজেরিয়ার শীর্ষ কূটনীতিক আমর বেন্দজামা বলেন, “দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা পরিষদ আরেকবার ব্যর্থ হল। আপনাদের বিবেককে পরীক্ষা করে দেখুন, ইতিহাস আপনাদের কীভাবে বিচার করবে।”
রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নিবেনজিয়া বলেন, ওয়াশিংটন অনবরত ইসরায়েলকে ‘হত্যার লাইসেন্স’ দিয়ে যাচ্ছে।
আলজেরিয়ার অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবের বদলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সম্পর্কিত সাময়িক যুদ্ধবিরতির একটি প্রস্তাব তুলে তার পক্ষে সমর্থন দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিতে জাতিসংঘকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জাতিসংঘ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভিটো
‘অবিলম্বে যুদ্ধবিরতির’ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভিটোর নিন্দা চীনের