এ মিশনে অংশ নিতে যাওয়া নভোচারীরা প্রথমবারের মতো স্পেসওয়াক করতে যাচ্ছেন স্পেসএক্স-এর স্পেসস্যুট পরে।
Published : 05 Jul 2024, 02:33 PM
অবশেষে উৎক্ষেপণের তারিখ পেল স্পেসওয়াকের উদ্দেশ্যে পরিকল্পিত বিশ্বের প্রথম বাণিজ্যিক নভোচারী মিশন।
‘পোলারিস ডন’ নামের এই নভোচারী মিশনটি মূলত মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের ব্যক্তিগত অর্থায়নে করা এক মহাকাশ অভিযান প্রকল্পের অংশ, যার উৎক্ষেপণ ঘটতে পারে ৩১ জুলাই। ৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এর ঘোষণা দেন প্রকল্পটির মুখপাত্ররা।
তবে, এখনও আইজ্যাকম্যান এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক, যার কোম্পানির ড্রাগন ক্যাপসুল ও ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে পোলারিস ডন মিশনটি পরিচালিত হবে, তাদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এ মিশনে অংশ নিতে যাওয়া নভোচারীরা প্রথমবারের মতো স্পেসওয়াক করতে যাচ্ছেন স্পেসএক্স-এর স্পেসস্যুট পরে। মিশনটিতে বিভিন্ন পরীক্ষা করার পাশাপাশি এটি অবস্থান করবে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাতশ কিলোমিটার ওপরের কক্ষপথে, যা ৬০ ও ৭০’র দশকে অ্যাপোলো চন্দ্রাভিযানের পর থেকে সর্বোচ্চ উচ্চতার যাত্রীবাহী ফ্লাইট হতে যাচ্ছে। সেই তুলনায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবস্থান করছে ভূপৃষ্ঠ থেকে চারশ কিলোমিটার ওপর।
পোলারিস প্রোগ্রামের তিনটি মিশনের প্রথমটি হতে যাচ্ছে ‘পোলারিস ডন’, যার অর্থায়ন ও নেতৃত্ব দিয়েছেন আইজ্যাকম্যান নিজেই। এমনকি ২০২১ সালের সেপ্টেম্বরে উন্মোচিত অসামরিক মিশন ‘ইনস্পিরেশন৪’-এর অর্থায়নও তার হাত ধরে এসেছে, যেখানে যুক্তরাষ্ট্রের টেনেসিতে অবস্থিত ‘সেইন্ট জুড চিলড্রেন’স রিসার্চ হসপিটাল’-এর জন্য তহবিল সংগ্রহ হয়েছিল ২৫ কোটি ডলার।
এ ছাড়া, পোলারিস মিশনেও সমর্থন অব্যাহত রাখার পরিকল্পনা করেছেন আইজ্যাকম্যান।