১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
এ দুই নভোচারী মহাকাশ স্টেশনে বসে স্পেসএক্স-র উৎক্ষেপণ দেখেছেন। এমনকি ‘গো ড্রাগন!’ বলে উল্লাস করতেও দেখা গেছে উইলিয়ামসকে।
মহাকাশ স্টেশনে এ জুটির আট দিন সময় কাটানোর কথা থাকলেও বোয়িংয়ের স্টারলাইনার রকেটে কারিগরি ত্রুটির কারণে তাদেরকে ফেলে রেখেই পৃথিবীতে ফিরে আসে রকেটটি।
এ মিশনে অংশ নিতে যাওয়া নভোচারীরা প্রথমবারের মতো স্পেসওয়াক করতে যাচ্ছেন স্পেসএক্স-এর স্পেসস্যুট পরে।