মহাকাশ স্টেশনে এ জুটির আট দিন সময় কাটানোর কথা থাকলেও বোয়িংয়ের স্টারলাইনার রকেটে কারিগরি ত্রুটির কারণে তাদেরকে ফেলে রেখেই পৃথিবীতে ফিরে আসে রকেটটি।
Published : 29 Sep 2024, 03:35 PM
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনার মিশনে রওনা হয়েছে স্পেসএক্স।
শনিবার ফ্লোরিডার কেপ কেনাভেরাল থেকে নিজেদের ‘ড্রাগন ক্যাপসুল’ উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের রকেট কোম্পানিটি, যেখানে স্টারলাইনার মিশনে আইএসএস-এ আটকে যাওয়া দুই নভোচারীর জন্য দুটি খালি সিট রয়েছে।
মহাকাশ স্টেশনে এ জুটির আট দিন সময় কাটানোর কথা থাকলেও বোয়িংয়ের স্টারলাইনার রকেটে কারিগরি ত্রুটির কারণে তাদেরকে ফেলে রেখেই পৃথিবীতে ফিরে আসে নাভোযানটি।
ড্রাগন ক্যাপসুলের এ যাত্রায় মহাকাশ স্টেশনে যাচ্ছেন নাসার নভোচারী নিক হগ ও রাশিয়ার কসমোনট আলেক্সান্ডার গরবুনভ, যার ফিরতি যাত্রায় ফেব্রুয়ারি নাগাদ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরে আনার লক্ষ্য নিয়েছে স্পেসএক্স।
প্রাথমিকভাবে রকেটটি বৃহস্পতিবার উৎক্ষেপণ করার কথা থাকলেও হারিকেন হেলেনের কারণে তা পিছিয়ে যায়, যা শুধু ফ্লোরিডা নয়, বরং জর্জিয়া, টেনেসি এবং দুই ক্যারোলাইনা অঙ্গরাজ্যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
মার্কিন ধনকুবের মাস্ক প্রতিষ্ঠিত স্পেসএক্স প্রতি ছয় মাস পরপর আইএসএস-এ নভোচারী পাঠায় ও সেখান থেকে নভোচারীদের পৃথিবীতে ফেরত আনে।
ড্রাগন ক্যাপসুলটি আইএসএস-এ গিয়ে ভিড়তে পারে সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায়।
নাসা ও রাশিয়ার রাষ্টায়ত্ত মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের একটি চুক্তি অনুসারে, তিন সিটওয়ালা সয়ুজ মহাকাশযানের প্রতিটি আইএসএস ফ্লাইটে নাসার একজন নভোচারী যাবেন। একইভাবে, চার সিটের ড্রাগন ক্যাপসুলে যাবেন তাদের একজন কসমোনট।
আরও খবর:
স্টারলাইনার ব্যর্থতায় 'হতাশ নন' উইলিয়ামস, উইলমোর