“স্টারলাইনারে ফিরতে পারি, আমরা এমন সম্ভাবনার কাছাকাছি ছিলাম। কিন্তু, এর জন্য পর্যাপ্ত সময় ছিল না।”
Published : 15 Sep 2024, 04:07 PM
সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিকল্পনার বাইরে দীর্ঘদিন থাকা নিয়ে কথা বলেছেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুই নভোচারীর কথোপকথনে উঠে আসে, তারা এখন আইএসএস-এর পূর্ণ সদস্য হয়ে উঠেছেন, যেখানে তাদেরকে মহাকাশ স্টেশনে নিয়ে আসা বোয়িংয়ের স্টারলাইনার নভোযান তাদের ফেলেই গত সপ্তাহে পৃথিবীতে ফিরে এসেছে।
শুরুতে তাদের কাছে প্রশ্ন ছিল, তারা বোয়িংয়ের ওপর হতাশ কি না।
এর জবাবে উইলমোর বলেন, “একেবারেই না।”
কারণ স্টারলাইনারের থ্রাস্টার সমস্যা ও এতে হিলিয়ামের ছেদ খুঁজে পাওয়ার পর তাদেরকে না নিয়ে মহাকাশযানটি পৃথিবীতে ফেরানোর সিদ্ধান্ত ছিল নাসার।
তবে উইলমোর এও বলেন, “স্টারলাইনারে ফিরতে পারি, আমরা এমন সম্ভাবনার কাছাকাছি ছিলাম। কিন্তু, এর জন্য পর্যাপ্ত সময় ছিল না।”
এর পরিবর্তে তারা এখন আইএসএস ক্রু’র সদস্য হয়ে উঠেছেন।
উইলমোর বলেছেন, উইলিয়ামস শিগগিরই আইএসএস-এর কমান্ডার হয়ে উঠবেন। এদিকে, উইলিয়ামস বলেছেন, মহাকাশ স্টেশনের ক্রু হিসেবে এ রূপান্তরের বিষয়টি ‘তেমন কঠিন ছিল না’। কারণ, তিনি এবারের যাত্রার বেশ কয়েক বছর আগে থেকেই মহাকাশ স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসছিলেন।
তিনি আরও যোগ করেন, স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুলে করে তাদের ফিরতি যাত্রা নাসার ‘ক্রু ৯’ মিশনের জন্য পাইলট পরীক্ষা করার বিশেষ এক সুযোগ।
“আমরা দুটি ভিন্ন মহাকাশযানে চড়ার সুযোগ পেতে যাচ্ছি, তা খুবই রোমাঞ্চকর বিষয়। এর মানে, আমরা তো টেস্টার বা পরীক্ষক। আর এটাই আমাদের কাজ।”
আইএসএস-এ দীর্ঘ সময় থাকার বিষয়ে এ দুই নভোচারীর কেউই হতাশা প্রকাশ করেননি।
“মহাকাশ আমার কাছে আনন্দের জায়গা,” বলেন উইলিয়ামস।
“প্রতিদিনই আপনি এমন কিছু করছেন, যা ‘কাজ’। আপনি উল্টো হয়ে আবার এক পাশ থেকেও সেটা করতে পারেন, যা এক্ষেত্রে কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি যোগ করে।”
নাসার ক্রু ৯ মিশনটির উৎক্ষেপণ ঘটতে পারে এ মাসের শেষ নাগাদ, যেটিতে করে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে দুই নভোচারীকে পৃথিবীতে ফেরত আনার লক্ষ্য নিয়েছে নাসা।