তাদেরই স্টারলাইনার নভোযান প্রথমবারের মতো গত বছরের ৫ জুন মহাকাশ স্টেশনে যাত্রা করে। এতে অংশ নিয়েছিলেন নাসার নভোচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
Published : 29 Mar 2025, 05:34 PM
২০২৬ সালের প্রথম দিকেই পরবর্তী ফ্লাইটের জন্য স্টারলাইনার পরীক্ষা শুরু করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং অ্যারোপ্লেন ও নভোযান নির্মাতা কোম্পানি বোয়িং।
বৃহস্পতিবার নাসা বলেছে, বোয়িংয়ের ‘সিএসটি-১০০’ নামের স্টারলাইনার মহাকাশযানকে ক্রু ফ্লাইটের জন্য এ বছরের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে অনুমোদন দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তারা।
এর আগে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ বোয়িংয়ের উদ্বোধনী মিশনটি তাদের মহাকাশযান সিস্টেমের ত্রুটির কারণে ক্ষতির মুখে পড়েছিল, যার ফলে দীর্ঘ সময় ধরে কোম্পানিটির মহাকাশ মিশন স্থগিত ছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
যুদ্ধ ও যাত্রীবাহী এয়ারক্রাফটের মার্কিন নির্মাতা কোম্পানি বোয়িং কয়েক বছর আগেই নাম লিখিয়েছে মহাকাশযান নির্মাণে। তাদেরই স্টারলাইনার নভোযান প্রথমবারের মতো ২০২৪ সালের ৫ জুন মহাকাশ স্টেশনে যাত্রা করে। এতে অংশ নিয়েছিলেন নাসার নভোচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
ওই সময় বোয়িংয়ের নতুন স্টারলাইনার ক্যাপসুলে থ্রাস্টার ব্যর্থতা ও হিলিয়াম লিক হওয়ার কারণে নভোচারীরা আটকে পড়েন আইএসএসে। ফলে আট দিনের অভিযানে আইএসএসে গেলেও সেখানে নয় মাস পার করেন তারা।
এ মাসের শুরুতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসেন নাসার নভোচারী বুচ ও সুনিতা।
স্টারলাইনারের পরবর্তী উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে নাসা। আগামী বসন্ত ও গ্রীষ্মকাল জুড়ে মহাকাশযানের বিভিন্ন প্রপালশন সিস্টেম পরীক্ষার প্রচারণা, বিশ্লেষণের সুযোগ ও সময়সীমা চূড়ান্ত করার জন্য কাজ করছে নাসা-বোয়িং।
নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেছেন, ফ্লাইটটি এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে হতে পারে।