Published : 05 May 2025, 02:12 PM
মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।
শুক্রবার আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, এনভিডিয়া তাদের কিছু বড় চীনা গ্রাহককে বলেছে, নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর বিভিন্ন চিপের নকশা পরিবর্তন করছে তারা। এর ফলে, মার্কিন রপ্তানি নিয়ম মেনেই চীনা ক্রেতাদের কাছে চিপ বিক্রি করতে পারে কোম্পানিটি।
এ সংশ্লিষ্ট তিনজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি প্রতিবেদনে লিখেছে, এজন্য চীনের আলিবাবা গ্রুপ, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ও টেনসেন্ট হোল্ডিংসের মতো গ্রাহকের সঙ্গে কথা বলেছে চিপ নির্মাতা জায়ান্টটি।
প্রতিবেদন অনুসারে, বেইজিং সফরের সময় গ্রাহকদের নিজের এই পরিকল্পনার বিষয়ে বলেছিলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। মার্কিন সরকার চীনে ‘এইচ-২০’ নামের এআই চিপ রপ্তানি সীমিত করার কয়েকদিন পর অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময়ে বেইজিং সফরে গিয়েছিলেন হুয়াং।
ওইসময় মার্কিন সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে এনভিডিয়াকে কিছু শক্তিশালী চিপ চীনে বিক্রি করতে নিষেধ করে। ফলে এনভিডিয়া ওই নিষেধাজ্ঞা এড়ানোর জন্য কিছু দুর্বল সংস্করণের চিপ বানায়, যেগুলো চীনে বিক্রি বৈধ ছিল।
পরে আবার মার্কিন সরকার এই দুর্বল সংস্করণের চিপ বিক্রিও সীমিত করে দেয়। এই সিদ্ধান্তের কারণে তাদের সম্ভাব্য প্রায় সাড়ে পাঁচশ কোটি ডলার ক্ষতির কথা সে সময় বলেছিল এনভিডিয়া। কোম্পানিটির একটি বড় বাজার চীন।
ইনফরমেশনের প্রতিবেদন অনুসারে, এনভিডিয়া গ্রাহকদের বলেছে, জুন মাসের মধ্যেই নতুন চিপের একটি নমুনা পাওয়া যাবে। এখনও নিজেদের সর্বশেষ প্রজন্মের এআই চিপ ‘ব্ল্যাকওয়েল’-এর একটি চীনা সংস্করণ নিয়ে কাজ করছে তারা।
এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এনভিডিয়া। এদিকে, এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বাইটড্যান্স, আলিবাবা, টেনসেন্ট ও মার্কিন বাণিজ্য বিভাগ।
রয়টার্স লিখেছে, চীনের কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রি এখন বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই দৌড়ে এগিয়ে থাকার জন্য চীনে সবচেয়ে শক্তিশালী চিপের রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্মকর্তারা।
মার্কিন সরকারের নিষেধাজ্ঞার পর চীনের জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করে এনভিডিয়া, যেগুলো মার্কিন রপ্তানি সীমার কাছাকাছি হলেও আইন ভঙ্গ না করে বিক্রি করা সম্ভব হবে।
রয়টার্স লিখেছে, এনভিডিয়ার এ কৌশলটা দুদিকেই ভারসাম্য রাখার চেষ্টা অর্থাৎ যুক্তরাষ্ট্রের আইন মেনে চলা আবার চীনের বাজার ধরে রাখাও।