Published : 05 May 2025, 08:59 PM
এবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র দায়িত্ব পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ব্যাংকটি।
ব্যাংক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে মিজানুর রহমানের। ২০১১ সালের মার্চ মাসে এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ২০২৪ সালের ১৩ অগাস্ট এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করা মিজানুর ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকেও কাজ করেছেন।