Published : 06 May 2025, 12:40 AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে আসার পর তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া ব্যক্তিদের গাড়ি রাখার ব্যাপারে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া মঙ্গলবার সকালে দেশে ফেরার সময় অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সে কারণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও অভ্যর্থনাকারীদের গাড়ি রাখার বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
>> বিমানবন্দরে আসা সাংবাদিকদের যানবাহন বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে রাখতে হবে।
>> বিমানবন্দরে আসা অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় রাখতে হবে।
>> গুলশানে আসা সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেইনে পার্ক করতে হবে।
>> গুলশানে আসা অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশেপাশের সড়কে এক লেইনে রাখতে হবে।
>> গমনাগমন রুটে কোনো যানবাহন রাখা যাবে না।
নির্ধারিত জায়গার বাইরে মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি না রাখার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মুভমেন্ট চলাকালে গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হল।"
মঙ্গলবার সকাল ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।