চ্যাম্পিয়ন্স লিগ
Published : 05 May 2025, 08:54 PM
বয়স কেবল ১৭ বছর। পায়ের গতি আর পরিণত ফুটবলে এই বয়সেই যেকোনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। তাকে নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে সবার, সাজাতে হচ্ছে বিশেষ পরিকল্পনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে যেমন বার্সেলোনার তরুণ সেনশনের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগিও।
ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার শেষ চেষ্টায় মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। সান সিরোয় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
বার্সেলোনার মাঠে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা প্রথম লেগ ৩-৩ সমতায় শেষ হয়। নাটকীয়তায় ভরা ওই ম্যাচে উজ্জ্বল ছিলেন অনেকেই। কিন্তু ঘোরলাগা পারফরম্যান্সে সব আলো কেড়ে নেন ইয়ামাল।
দুই গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনাকে অসাধারণ নৈপুণ্যে, দৃষ্টিনন্দন গোলে লড়াইয়ে ফেরান ইয়ামালই। ম্যাচের ২৪তম মিনিটে প্রতিপক্ষের কয়েকজনকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে চোখধাঁধানো গোলটি করেন স্প্যানিশ উইঙ্গার। লাফিয়েও বলের নাগাল পাননি ইন্টার গোলরক্ষক ইয়ান সমের।
ওই গোলে একটি রেকর্ডও নিজের করে নেন ইয়ামাল। ইউরোপ সেরার মঞ্চে সবচেয়ে কম বয়সে শেষ চারের ম্যাচে গোলের কীর্তি এখন তার।
খানিক পর আরেকটি জাদুকরী মুহূর্ত উপহার দেন ইয়ামাল। বাইলাইনে আরও বেশি ডিফেন্ডারকে পরাস্ত করে শট নেন তিনি, যা কোনোমতে একহাত দিয়ে আটকান ইন্টার গোলকিপার সমের। ম্যাচের শেষ দিকে তার আরেকটি শট বাধা পায় ক্রসবারে।
ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সেদিন ইনজাগি বলেছিলেন, ‘এমন প্রতিভা ৫০ বছরে একবারই দেখা যায়।’ আরও একবার সেই ইয়ামালকে আটকাতে ভাবতে হচ্ছে তাকে। এবার যে করেই হোক, প্রতিপক্ষের আক্রমণভাগের ‘সেরা অস্ত্রকে’ নিষ্ক্রিয় করে রাখতে চান ইন্টার কোচ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে নিজেদের পরিকল্পনার কিছুটা খোলাসা করেন ইনজাগি।
“আমাদের চেষ্টা করতে হবে যেন সে বল না পায়, যদিও এটা অসম্ভব। তাকে দুইজনের পাহারায় রাখা হবে। সে এমন একজন খেলোয়াড়, যার ওপর নিবিড়ভাবে দৃষ্টি রাখে হবে এবং আমরা তার ওপর মনোযোগ ধরে রাখব।”
“ব্যক্তিগতভাবে সে অসাধারণ এক প্রতিভা, সত্যিকারের বিপজ্জনক, সবাই তাকেই বল দেয়। তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারায় ক্ষমতায় আমি মুগ্ধ, সে জানে কখন কীভাবে খেলতে হবে।”
ছোট্ট এই ক্যারিয়ারে এরই মধ্যে অনেক রেকর্ড, কীর্তি গড়া ইয়ামাল ইন্টারের মাঠে কেমন করেন, সেটাই এখন দেখার।