Published : 05 May 2025, 08:57 PM
জিল ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম মো. আল আমিন ও আলোচিত ব্যবসায়ী এস আলমের নাতি আরিফ আহমেদ সনিসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা তিন আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এসব আদেশ দেন।
আরিফ আহমেদ সনির পরিচয় দেওয়া আছে এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞায় পড়া বাকি তিনজন হলেন- জাফর আহমদ, তার ছেলে রিয়াদ আহসান ও ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদী হাসান।
জহির উদ্দিন তারেক এবং জসিম মো. আল আমিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।
আবেদনে বলা হয়, জহির উদ্দিন তারেক ও জসিম মো. আল আমিন দেশত্যাগের চেষ্টা করছেন। পালিয়ে গেলে তাদের পাচার করা অর্থ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে।
আরিফ সনির নিষেধাজ্ঞার আবেদনে সংস্থার সহকারি পরিচালক নওশাদ আলী বলেন, সনিসহ অন্যরা বিদেশে পালিয়ে গিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।
মেহেদী হাসানের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার উপপরিচালক রাশেদুল ইসলাম। আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।