Published : 05 May 2025, 08:46 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে ঢাকার সড়কে যানজট হতে পারে, এমন শঙ্কায় বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে যেতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে এয়ারলাইন্সগুলো।
সোমবার পৃথক নোটিসে এই অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রা।
লন্ডন থেকে কাতারের দোহা হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন খালেদা জিয়া।
তার আগমনের সময় নেতাকর্মীরা গুলশান ও বিমানবন্দর সড়কের পাশে অবস্থান নেবেন। পুলিশের তরফ থেকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনগুলোকে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদের সময় নিয়ে বের হয়ে বিমানবন্দরে উপস্থিত হতে বলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রা।
আরও পড়ুন-
খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে যান চলাচলে বিধিনিষেধ
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। তার সঙ্গী হচ্ছেন ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে।
যাত্রাবিরতি শেষে সেখান থেকে ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়।
ডিএমপি বলেছে, খালেদা জিয়ার দেশ ফেরার সময় অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।
খালেদা জিয়া ঢাকা বিমানবন্দর থেকে গুলশানে নিজ বাসভবনে যাবেন।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াতে বলা হয়েছে বিএনপির এক বিজ্ঞপ্তিতে। তার গাড়ি বহরের সঙ্গে মোটরসাইকেল ও হাঁটাচলাও নিষেধ করা হয়েছে।