“সব ধরনের গবেষণা, আশপাশের বিভিন্ন উদাহরণ ও গত বছর জাতিসংঘের করা গবেষণা আমাদের বলছে, স্কুলের পরিবেশে শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে মোবাইল ফোন।”
Published : 22 Aug 2024, 02:52 PM
সম্প্রতি শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গনে মোবাইল ফোন নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন আয়ারল্যান্ডের শিক্ষামন্ত্রী। বিবেচনাধীন এ পরিকল্পনার আওতায় ফোন নিষিদ্ধ হতে পারে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।
‘স্মার্টফোন মুক্ত হোক শৈশবকাল’-এই উদ্যোগের অংশ হিসেবে গত বছরই অভিভাবকদের জন্য একটি নীতিমালা প্রকাশ করেছে দেশটির শিক্ষা অধিদপ্তর।
এখন আয়ারল্যান্ডের রিপাবলিকান দল ‘ফিয়ানা ফেইল’ সমর্থিত শিক্ষামন্ত্রী নর্মা ফোলি বিভিন্ন স্কুলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে আরও তোরজোর শুরু করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মোবাইল ফোনকে ঘিরে ‘বড় আকারের কাজ’ করেছে সরকার, উত্তর ডাবলিন শহরের ‘আর্ডসকোয়েল রিস’ স্কুলে বক্তৃতা দেওয়ার সময় বলেন ফোলি।
“আমি মোবাইল ফোন ব্যবহাকারীদের সঙ্গে দেখা করেছি। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও দেখা করেছি এবং প্রাথমিক ও এর পরবর্তী সময়ে উভয় ক্ষেত্রেই এ কাযক্রম চালিয়ে যাব। তবে এখন আমি এমন একটি অবস্থানে রয়েছি, যেখানে প্রাথমিক-পরবর্তী সময়ে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারির কথা ভাবা হচ্ছে।”
“আমার ধারণা, যে বিশ্বে এখন আমরা বাস করছি সে বিশ্ব সম্পর্কে আমরা খুব সচেতন। সব ধরনের গবেষণা, আশপাশের বিভিন্ন উদাহরণ ও গত বছর জাতিসংঘের করা গবেষণা আমাদের বলছে, স্কুলের পরিবেশে শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে মোবাইল ফোন।”
“আমি স্পষ্ট করে বলতে চাই। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে অনেক কাজ করছে বিভিন্ন স্কুল। মোবাইল ফোনের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন স্কুলের নীতিমালা থাকবে। তবে একইভাবে প্রিন্সিপালদের সঙ্গেও দেখা করে আমি জানতে পেরেছি, মোবাইল ফোন ব্যাগে রাখলেও এর নোটিফিকেশনে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের।”
“শিক্ষার্থীদের পাঠদানের সময় প্রায়ই আশপাশে একটানা ফোনের গুনগুন শব্দ হচ্ছে। তাই আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের বিভিন্ন স্কুলে মোবাইল ফোনের অ-গ্রহণযোগ্যতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা দরকার।”