উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান।
Published : 16 Nov 2023, 09:52 PM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি মীমাংসার জন্য উপজেলা আওয়ামী লীগের নেতারা সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বিকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিকসহ ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “বুধবার রাতের ঘটনাটি জেলা আওয়ামী লীগের নির্দেশনায় আমিসহ আওয়ামী লীগের নেতারা বসে সমাধান করে দেই।
“কিন্তু এক পর্যায়ে আমাকে অমান্য করে কিছু নেতা তর্কে জড়িয়ে পড়েন। এরপর ঝামেলার সৃষ্টি হয়। এর জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে।”
এ ব্যাপারে চেষ্টা করেও সাবেক ছাত্রলীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু ও বাবলু আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।