নারায়ণগঞ্জে গাড়িতে গাড়িতে তল্লাশি, রাস্তায় অতিরিক্ত ৮০০ পুলিশ

তল্লাশির কারণে যাত্রীরা বিরক্ত হচ্ছেন আবার সময়ও বেশি লাগছে বলে পরিবহন শ্রমিকরা বলছেন।

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2022, 02:59 PM
Updated : 9 Dec 2022, 02:59 PM

বিএনপির ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কে ১৪টি তল্লাশি চৌকি স্থাপন করেছে জেলা ও হাইওয়ে পুলিশ৷ নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে অতিরিক্ত ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১১টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে৷ নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, কাঁচপুর, মদনপুর, ৩০০ ফুট এলাকাসহ বিভিন্ন স্থানে স্থাপিত এসব তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার থেকে কার্যক্রম চলছে। সন্দেহভাজন মনে হলে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।“

“সমাবেশকে কেন্দ্র করে যানবাহনে কেউ বিস্ফোরক দ্রব্য বহন করছেন কি-না সেসব দেখা হচ্ছে৷ যাত্রীদের যাতে হয়রানি না হয় সে বিষয়ে পুলিশ তৎপর আছে৷”

অতিরিক্ত ৮০০ পুলিশ সদস্য টহলে রয়েছেন বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা৷

এদিকে কাঁচপুর হাইওয়ে থানা, ভুলতা ও শিমরাইল পুলিশ ক্যাম্প তল্লাশি চৌকি বসিয়েছে। সোনারগাঁ থানার কাঁচপুর সেতুর পূর্বপাশ, সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড় ও রূপগঞ্জ থানার গোলাকান্দাইলে কাঞ্চন রোডে এ তিনটি তল্লাশি চৌকি রয়েছে হাইওয়ে পুলিশের৷

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাঁচপুর সেতুর পাশে ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে৷ সমাবেশকে কেন্দ্র করে যানবাহনে কেউ বিস্ফোরক দ্রব্য বহন করছেন কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে৷”

একই কথা জানান ভুলতা ক্যাম্পের পরিদর্শক ওমর ফারুক এবং শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন৷

তবে সন্ধ্যা ৭টায় পর্যন্ত তল্লাশি চৌকিগুলোতে কারও আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি৷

বার বার তল্লাশিতে বিরক্ত যাত্রীরা

একাধিক স্থানে তল্লাশি চৌকিতে যান থামানোয় বিরক্তি প্রকাশ করেছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা৷ তারা বলছেন, নিরাপত্তজনিত কারণে পুলিশ তল্লাশি চালাতেই পারে৷ কিন্তু কোনো সমাবেশকে কেন্দ্র করে এভাবে তল্লাশি চালিয়ে যাত্রীদের হয়রানি করা ঠিক হচ্ছে না৷

সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক, সাইনবোর্ড ও কাঁচপুর সেতুর ঢালে পুলিশের তল্লাশি চৌকিতে গিয়ে দেখা গেছে, ঢাকামুখী যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ বাসে ব্যাগপত্র রাখার বনেট ও ব্যক্তিগত গাড়ির পেছনের ডালা খুলে তল্লাশি চালানো হয়৷

যাত্রীদের ব্যাগ ও শরীর তল্লাশি করা হচ্ছে৷ কী উদ্দেশে বাসা থেকে বেরিয়েছেন তা যাত্রীদের কাছে জানতে চাইছেন পুলিশ সদস্যরা৷

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় তল্লাশি চৌকিতে থামানো হানিফ পরিবহনের চালক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম থেকে গাড়ি ছাইড়া আসার পর এখন পর্যন্ত আট জায়গায় পুলিশ গাড়ি থামাইছে৷ থামাইয়া প্রতিবারই গাড়ি তল্লাশি করছে৷ বারবার গাড়ি থামানোতে আমাগো সমস্যা নাই, অভ্যাস আছে কিন্তু যাত্রীরা বিরক্ত হয়৷”

কুমিল্লার দাউদকান্দি থেকে আলিফ পরিবহনের গাড়িতে মাতুয়াইলের উদ্দেশে আসা যাত্রী আব্দুর রহমান বিরক্তি প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার গ্রামের বাড়ি দাউদকান্দি৷ কাজ করি মাতুয়াইল৷ একটা দরকারে সেখানে গেছিলাম৷ শনিবার সমাবেশে কারণে গাড়ি-টাড়ি বন্ধ থাকে কি-না ভাইবা শুক্রবার ছুটির দিনে বের হইছি৷ তাও জায়গায় জায়গায় গাড়ি থামাইছে৷ এক জায়গায় ১০ মিনিট কইরা থামাইলেও তো চাইর-পাঁচ জায়গায় এক ঘণ্টা লাইগা যায়৷”

“সারাদেশের মানুষ বিএনপির সমাবেশের কথা জানে৷ যারা যাওনের তারা যাইবোই৷ সমাবেশ ঠেকানোর জন্য সাধারণ মানুষকে হয়রানি করার তো কোনো মানে নাই৷ এইগুলা অতিরিক্ত মনে হইতেছে৷” 

আরও পড়ুন:

মুন্সীগঞ্জে সড়ক-নৌপথে ৮৪ চেকপোস্ট, ঢাকামুখী পরিবহন প্রায় বন্ধ

'ময়মনসিংহ থেকে ঢাকা যেতে বাসে পুলিশ ৮ থেকে ১০ বার চেক করছে'

সাভারের বিভিন্ন পয়েন্টে বেড়েছে পুলিশের তল্লাশি চৌকি

সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

গাজীপুরে দূরাপাল্লার বাস কম, চেকপোস্টে তল্লাশি ‘তথ্য পেলে’

গাজীপুরে পুলিশের তল্লাশি, চেক করা হচ্ছে ‘ফোনের মেসেজ’

বিএনপির সমাবেশ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

নারায়ণগঞ্জে বিএনপি নেতা রবির বাসায় তল্লাশি, ছেলে আটক