লক্ষ্মীপুরে জোড়া খুন: এক আসামির জবানবন্দি, ৫ জন রিমান্ডে

এ মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ১০ জন গ্রেপ্তার হয়েছেন; তবে প্রধান আসামি আবুল কাশেম জিহাদী পলাতক।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 06:29 PM
Updated : 2 May 2023, 06:29 PM

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন; আরও পাঁচ আসামিকে রিমান্ডে দিয়েছে আদালত।

আদালত পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল জানান, মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের বিচারিক হাকিম আনোয়ারুল করিম পাঁচ জনের রিমান্ড আদেশ দেন।

“এ ছাড়া দেওয়ান ফয়সাল নামের এক আসামি একই আদালতে জবানবন্দি দিয়েছেন।”

মুকুল জানান, পুলিশ তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে; শুনানি শেষে নিশান ও রুবেল দেওয়ানের ৫ দিন এবং সবুজ, নাজিম উদ্দিন নাদিম ও ছোট বাবলুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

গত ২৫ এপ্রিল রাতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহত আবদুল্লাহ আল নোমানের বড় ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ২৬ এপ্রিল রাতে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। তাতে বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাশেম জিহাদীকে প্রধান আসামি করে আরও ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়। 

এ মামলায় এখন পর্যন্ত যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি কাশেম জিহাদী পলাতক। 

গ্রেপ্তাররা হলেন মশিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল, রুবেল দেওয়ান, নাজিম উদ্দিন নাদিম, সবুজ, বাবলু, ইসমাইল হোসেন, মনির হোসেন রুবেল, ফারুক ও আরমান হোসেন।

এদের মধ্যে মশিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল, রুবেল দেওয়ান, সবুজ ও বাবলু এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে জোড়া খুন: দোকান বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ  

লক্ষ্মীপুরে জোড়া খুন: আরও ৪ আসামি গ্রেপ্তার  

লক্ষ্মীপুরে জোড়া খুন: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  

লক্ষ্মীপুরে জোড়া খুন: ৪ আসামি রিমান্ডে  

লক্ষ্মীপুরে জোড়া খুন: যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ গ্রেপ্তার  

লক্ষ্মীপুরে জোড়া খুনে মামলা, আসামি সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন  

লক্ষ্মীপুরে নোমান-রাকিবের দাফন সম্পন্ন  

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরের এই জিহাদী বিএনপির নূরুল ইসলাম খুনেরও আসামি ছিলেন