আহমদিয়াবিরোধী বিক্ষোভ: র‌্যাবের গাড়িতে আগুনের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়; এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 11:26 AM
Updated : 18 March 2023, 11:26 AM

পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে বিক্ষোভের সময় র‌্যাবের গাড়িতে অগ্নিসংযোগ ও র‌্যাব কর্মকর্তার ওপর হামলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ জানান।

গ্রেপ্তার আবু তাহের পঞ্চগড়ের সিরাজুল ইসলামের ছেলে।

এএসপি নোমান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফরিদপুরের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে তাহেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চারটি গুলি উদ্ধার করা হয়। পঞ্চগড়ের ঘটনার পর তিনি শ্রীপুরে এসে আত্মগোপন করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

৩ মার্চ থেকে তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায় সালানা জলসার আয়োজন করে। এই জলসা বন্ধ ও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে আগেরদিন থেকে পঞ্চগড় শহরে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা।

এরই ধারাবাহিকতায় ৩ মার্চ জুমার নামাজের পর শহরে বড় মিছিল হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের স্টেশন, র‌্যাবের ওপর হামলা, পঞ্চগড় বাজার মার্কেটে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের দোকানপাট ভাঙচুর এবং বিকালে আহমদিয়াদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

Also Read: আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তরা পেল প্রধানমন্ত্রীর কোটি টাকা সহায়তা

আহমদিয়াদের ওপর হামলার উসকানি ছিল পরিকল্পিত: পুলিশ সুপার

আহমদিয়ার ওপর হামলা বিএনপি-জামায়াতের পরিকল্পনায়: তথ্যমন্ত্রী

পঞ্চগড়ে হামলাকারীরা রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন: বিএনপি নেতা হাফিজ

রেলমন্ত্রীকে পেয়ে আহমদিয়াদের ‘ক্ষোভ’, শাস্তির আশ্বাস

পঞ্চগড়ে সহিংসতায় জামায়াত-বিএনপি জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে গ্রেপ্তার আতঙ্ক, সন্ধ্যাতেই ফাঁকা শহর

আহমদিয়াদের ওপর হামলা: ১০ মামলায় আসামি ১০ হাজার, গ্রেপ্তার ১৩০

আহমদিয়াদের ওপর হামলায় ৭ মামলায় গ্রেপ্তার ৮১, ‘আরও হতে পারে’

আহমদিয়াদের ওপর হামলা: ৩ মামলায় আসামি ৭ হাজার

পঞ্চগড়ে গুজব ছড়িয়ে দোকান লুট, গাড়িতে আগুন, যুবদল নেতাসহ আটক ১৮

আহমদিয়াদের বাড়িতে আগুন-হামলা ‘কোনো কিছু বুঝে উঠার আগেই’

‘নামাজ পড়ে বাসায় এসে খাবে বলেছিল আরিফ’

পঞ্চগড়ে পুলিশ ও বিজিবি টহলে, পরিস্থিতি শান্ত

আহমদিয়া জলসা ঘিরে সংঘর্ষের পর থমথমে পঞ্চগড়, বিজিবির টহল

পঞ্চগড়ে আহমদিয়া জলসা বন্ধে মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাড়িতে আগুন

আহমদিয়াদের জলসায় হামলার ‘উসকানি’, শিবির নেতা গ্রেপ্তার