গ্রেপ্তার এড়াতে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন মিনার।
Published : 18 Apr 2024, 10:14 AM
ফেনীতে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড পাওয়া এক আসামিকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে শহরের মাস্টার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
গ্রেপ্তার মনিরুল আলম মিনার (৪৩) ফেনী শহরের পূর্ব উকিল পাড়া এলাকার দিদারুল আলমের ছেলে।
র্যাব জানায়, ফেনী মডেল থানায় করা অস্ত্র মামলায় ২০০২ সালের ২০ জুলাই ফেনীর একটি আদালত অস্ত্র মামলায় মনিরুল আলম মিনারকে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনার স্বীকার করেন, মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার মিনারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।