ইজতেমার দ্বিতীয় পর্ব: চলছে বয়ান, বিকালে যৌতুকবিহীন বিয়ে

এবার ইজতেমার প্রথম পর্বে এরকম ৭২ জোড়া বিয়ে হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 05:26 AM
Updated : 10 Feb 2024, 05:26 AM

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে বয়ান করছেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিরা। গভীর মনোযোগে সেই বয়ান শুনছেন ময়দানে উপস্থিত লাখো মানুষ।

শনিবার বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রমের সূচনা করা হয়। বিকালে এই ময়দানেই অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শনিবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সা’দ, তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা বয়ান করেন ভারতের মাওলানা আব্দুল আজিম।

এছাড়া বাদ জোহর ভারতের মাওলানা শরিফ সাহেব, বাদ আসর পাকিস্তানের মাওলানা ওসমান সাহেব, বাদ মাগরিব ভারতের মাওলানা মুফতি ইয়াকুব সাহেব বয়ান করবেন। তাদের বয়ান বাংলায় তর্জমা করবেন যথাক্রমে মাওলানা মাহমুদুল্লাহ, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা মনির বিন ইউসুফ।

মোহাম্মদ সায়েম আরও জানান, শুক্রবার বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখ লাখ মানুষ ছাড়াও প্রায় সাত হাজার বিদেশি মেহমান এবারের শেষ পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন।

এদিকে সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর।

কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে ইজতেমা ময়দানে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে।

এবার ইজতেমার প্রথম পর্বে এরকম ৭২ জোড়া বিয়ে সম্পাদন হয়েছে। দ্বিতীয় পর্বেও অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেছেন।

এদিকে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে সফিকুল ইসলাম জানান, ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এ ছাড়া সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা ময়দানে মুসল্লিদের খেদমতে নানা কর্মসূচি পালন করছেন।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানান, বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব, পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কাজ করছেন।

পুরানো খবর:

Also Read: বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে আরও একজনের মৃত্যু

Also Read: বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের জুমায়ও লাখো মানুষের ভিড়

Also Read: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, লাখো মানুষের ঢল

Also Read: ইজতেমার দ্বিতীয় পর্বে আসা পাঁচজনের মৃত্যু

Also Read: ইজতেমায় সা’দের আসা নিয়ে যা বললেন ধর্মমন্ত্রী

Also Read: মাওলানা সা'দের তিন ছেলে ইজতেমা ময়দানে

Also Read: দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দান হস্তান্তর

Also Read: ইজতেমার দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা থাকবে: পুলিশ