“দলের হাইকমান্ড আমাকে বলেছে ঢাকায় অবস্থান করার জন্য”, বলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Published : 12 Jun 2023, 06:42 PM
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিনেও দেখা মেলেনি মেয়র সাদিক আব্দুল্লাহর; তিনি ভোটও দেননি।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকা প্রতীকের প্রার্থীর ভাইপো সাদিক মনোনয়ন ঘোষণার পর থেকেই ঢাকায় অবস্থান করছেন। তার কর্মী-সমর্থকদের ধারণা ছিল, তিনি হয়তো ভোটের দিন নগরীতে থাকবেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সাদিক এবারও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সেখানে প্রার্থী হিসেবে বেছে নেয় আব্দুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ ছেলে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। দুই পরিবারের বিভেদের বিষয়টি অনেকটাই প্রকাশ্য।
ভোট দিতে বরিশালে না আসার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা থেকে মোবাইল ফোনে মেয়র সাদিক আব্দুল্লাহ প্রথমে সাংবাদিকদের এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে তিনি বলেন, “আপনারা ভাল করেই জানেন, দলের হাইকমান্ড আমাকে বলেছে ঢাকায় অবস্থান করার জন্য। আমি এখন ঢাকায় আছি। নাসিম ভাই (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম) তো আপনাদের সব বলেছেন।”
তার বাবা আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য; তিনি সেখানকার ভোটার। তিনিও বরিশাল যাননি। দুজনেই ঢাকায় আছেন বলে জানান মেয়র সাদিক আব্দুল্লাহ।
মেয়রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে তো আসে নাই এটা সবাই জানে। সে কেন আসে নাই সেটাও সবাই জানে। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।”
আরও পড়ুন:
বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?
ভোটে চাচার বিপক্ষে ‘যাবেন না’ সাদিক আব্দুল্লাহ
‘অপরিচিত’ খায়ের আব্দুল্লাহর মনোনয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল
বরিশাল সিটি নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে চাচা-ভাতিজা
বরিশাল বিভাগীয় কমিশনারের বাড়িতে ‘সমঝোতা’ বৈঠকে মেয়র সাদিক আবদুল্লাহ