“হাতুড়ির আঘাতে ভাইয়ের মাথার দুটি স্থানে হাড় ভেঙে গেছে।”
Published : 19 Apr 2025, 12:25 AM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান রাত ১১টার দিকে বলেন, হামলার ফুটেজ দেখে হাফিজকে আটক করা হয়েছে। সন্ধ্যার পর উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওসি বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অন্যান্য অভিযুক্তদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।”
আহত বিএনপি নেতার ভাই ইসহাক প্রামাণিক নিরব রাতে মোবাইল ফোনে বলেন, “হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মাথার দুটি স্থানের খুলি (হাঁড়) ভেঙে গেছে। ঘটনার পরই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
“অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আমাদের বহনকারী এ্যাম্বুলেন্স ঢাকার কাছাকাছি অবস্থান করছে।”
হামলায় জড়িত জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন।
এ ঘটনায় উপজেলা সদরে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে যৌথবাহিনী ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
শুক্রবার দুপুরে উপজেলা মসজিদে জুম্মার পর থানার গেটের সামনে দাড়িয়ে ছিলেন বিএনপি নেতা আজাদ। সেখানেই তার ওপরে হামলার ঘটনার ঘটে।