এ নিয়ে বিশ্ব ইজতেমার ময়দানে দ্বিতীয় পর্বে ছয়জনের মৃত্যু হল।
Published : 10 Feb 2024, 05:54 PM
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
মৃত মন্তাজ উদ্দিন (৭৮) ঢাকার বংশাল থানার বাবুবাজার এলাকার বাসিন্দা।
মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, তিনি সকাল ৬টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানে ১১ নম্বর খিত্তার ৫৬০৭ খুঁটিতে অবস্থান করছিলেন।
তিনি বলেন, এ নিয়ে বিশ্ব ইজতেমার ময়দানে দ্বিতীয় পর্বে ছয়জনের মৃত্যু হল।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ময়দানে ছয় জনের মৃত্যুর তথ্য প্রদান করা হলেও বাস্তবে চার জন মারা গেছেন বলে পরে জানায় আয়োজকরা।
আরও পড়ুন:
বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে আরও একজনের মৃত্যু
বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের জুমায়ও লাখো মানুষের ভিড়
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, লাখো মানুষের ঢল
ইজতেমার দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা থাকবে: পুলিশ
দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দান হস্তান্তর
মাওলানা সা'দের তিন ছেলে ইজতেমা ময়দানে