মেয়েটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে, বলেন দুমকী থানার ওসি।
Published : 20 Mar 2025, 12:19 AM
পটুয়াখালীর দুমকীতে এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ‘ধর্ষণের’ অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।
বুধবার মেয়েটি নিজেই বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা করেছে বলে জানিয়েছেন দুমকি থানার ওসি মো. জাকির হোসেন।
মঙ্গলবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটেছে তুলে ধরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে ওসি বলেন, গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত বাবার কবর জিয়ারত করার পর নানা বাড়ি যাওয়ার সময় আসামিরা মেয়েটির পিছু নেয়। এক সময় হঠাৎ মুখ চেপে ধরে তাকে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে যায় তারা। ধর্ষণের ঘটনার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় আসামিরা।
আসামিদের একজন জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অন্যজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।
ওসি জাকির হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।