দুর্ঘটনার কারণ উদ্ঘটনে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
Published : 24 Jul 2023, 10:23 AM
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
রোববার রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে বাসটির চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন বলে জেলার এসপি মো. আফরুজুল হক টুটুল জানান।
মামলার আসামিরা হলেন- বাসের চালক মোহন (৪০), তার সহকারী আকাশ (১৭) ও সুপারভাইজর মিজান (৩০)।
তবে সব আসামি পলাতক বলে দাবি করছে পুলিশ।
গত শনিবার সকালে ভাণ্ডরিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গিয়ে ১৭ জন নিহত হন। এদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনটি শিশু। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
এসপি আফরুজুল হক জানান, হতাহতদের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশ মামলাটি করেছে।
এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
ঝালকাঠিতে বাস পুকুরে: ৩০ ঘণ্টায়ও মামলা হয়নি, নেই গ্রেপ্তার
ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে: তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি
পুকুরের গভীরতার কারণেই মৃতের সংখ্যা বেড়েছে: ফায়ার সার্ভিস
ঝালকাঠিতে বাস পুকুরে: নিহতদের পরিচয় মিলেছে, দুজন মর্গে
বাসটি ছিল যাত্রীতে ঠাসা, চালককে দুষছেন সবাই
ঝালকাঠিতে বাস পুকুরে: চিকিৎসার জন্য বেরিয়ে সড়কেই মৃত্যু আটজনের