হাসপাতালে ভর্তি হওয়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন।
Published : 23 Jul 2023, 04:50 PM
ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭জন নিহতের ঘটনায় প্রায় ৩০ ঘণ্টা পার হলেও এখনো কোনও মামলা হয়নি। বাসটির চালক বা হেলপার কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, দুর্ঘটনার পর থেকেই বাশার স্মৃতি পরিবহনের বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে।
তাদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট সবার গাফিলতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় রোববার বিকালের মধ্যেই মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
তবে রোববার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত সদর থানায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।
এদিকে দুর্ঘটনার পর ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন। আহত বাকি দুই জন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।
এ দুর্ঘটনায় নিহতদের মরদেহ এর মধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রিয় স্বজনদের হারিয়ে পরিবারগুলোয় চলছে কান্নার মাতম।
ঝালকাঠিতে স্মরণকালের ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় রাজাপুর উপজেলার পাঁচজন নিহত হয়েছেন। তার মধ্যে বলাইবাড়ি গ্রামের একই পরিবারের শিশুসহ তিনজন মারা যান।
এই পরিবারের আইরিন আক্তার বাবার বাড়ি বেড়ানো শেষে স্বামীর বাড়ি বরিশাল জেলার মুলাদীতে ফিরতে দুই বছরের মেয়ে রিপা মনি ও ছোট ভাই নয়নকে নিয়ে বাসটিতে উঠেছিলেন। কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারান তিনজনই।
এখনও থামছে না তাদের পরিবারে কান্নার রোল। স্বজনহারাদের কান্নায় এলাকাজুড়েই শোকের ছায়া।
পুলিশ জানিয়েছে, বাশার স্মৃতি পরিবহনের বাসটি ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে আসে। ছত্রকান্দায় পৌঁছে বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে, পুকুরটি বেশ গভীর হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলেছে।
আরও পড়ুন
ঝালকাঠিতে বাস পুকুরে: চিকিৎসার জন্য বেরিয়ে সড়কেই মৃত্যু আটজনের
বাসটি ছিল যাত্রীতে ঠাসা, চালককে দুষছেন সবাই
ঝালকাঠিতে বাস পুকুরে: নিহতদের পরিচয় মিলেছে, দুজন মর্গে
পুকুরের গভীরতার কারণেই মৃতের সংখ্যা বেড়েছে: ফায়ার সার্ভিস
ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে: তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি