অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।
Published : 22 Jul 2023, 06:46 PM
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে বলে শনিবার বিকালে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মিলন চাকমা।
তিনি বলেন, এই ঘটনা তদন্তে বিকালে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। এর প্রধান হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নাম ঘোষণা করা হলেও বাকি সদস্য কে কে থাকবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হবে।
নিহত ও আহতদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, তালিকা প্রণয়নের কাজ চলছে।
এছাড়া নিহতদের দাফন ও সৎকারের জন্য পুলিশের পক্ষ থেকেও এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, আইজিপির দেওয়া এই অনুদানের অর্থ নিহত ১৭ জনের পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
এরই মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে নিহতদের জন্য ২৫ হাজার ও আহতদের জন্য ১৫ হাজার টাকা করে বরাদ্দ করেছে বলেও জানান মিলন চাকমা।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় খুলনা-ঝালকাঠি সড়কে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হন। আহত হয়েছেন ১৮ জনের বেশি।
আরও পড়ুন: