“বখাটের দল বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ইট দিয়ে আঘাত করে বাবার মাথা থেঁতলে দেয়।”
Published : 17 Apr 2025, 01:16 PM
রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে বোয়ালিয়া থানার তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান জানান।
নিহত ৫২ ব্ছর বয়সী আকরাম হোসেনের বাড়ি তালাইমারি এলাকায়; বাবার নাম আজাদ হোসেন।
পেশায় বাস চালক আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বলেন, “স্থানীয় কয়েকজন বখাটে যুবক আমার বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। তারা ফোন করে আজেবাজে গালি দিত। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করা হয়। এক পর্যায়ে উত্ত্যক্তকারীরা বাড়িতে এসে আমাদের হুমকি দেয়।
“বুধবার রাতে সেই বখাটের দল বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ইট দিয়ে আঘাত করে বাবার মাথা থেঁতলে দেয়। পরে তাকে এলাকাবাসীর সহযোগীতায় গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।”
ওসি মোস্তাক হাসান বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’’
বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।