তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বলেন সদর থানার ওসি।
Published : 08 Apr 2025, 11:57 PM
জামিনে ছাড়া পাওয়ার পর কারাগারের সামনের সড়ক থেকে ধরে নিয়ে মারধর করে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজকে পুলিশে দিয়েছে একদল ব্যক্তি।
মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, রাত ৯টার দিকে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ তাকে থানায় নিয়ে আসেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
“ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”
রাত ১০টা পর্যন্ত তাকে আটক দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হবে না কি ছেড়ে দেওয়া সে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
এর আগে রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান সিরাজগঞ্চের তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। পরে কারাগারের গেট থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়। এটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ কারা তত্বাবধায় মো. কামরুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
”ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি।”
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে র্যাব-১২ গ্রেপ্তার করে ডা. আজিজকে।
পরে তাকে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপির এক নেতার দায়ের করা ‘হত্যাচেষ্টা’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলায় আজিজসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।