চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর নয়ার-মুসিয়ালাদের চোট নিয়ে আক্ষেপ করলেন ভিনসেন্ট কোম্পানি।
Published : 17 Apr 2025, 03:07 PM
সান সিরোয় লক্ষ্য পূরণ হয়নি বায়ার্ন মিউনিখের। ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। শেষ আটে যাত্রা থামার পর নয়ার-মুসিয়ালাদের চোট নিয়ে আক্ষেপ করলেন বেলজিয়ান কোচ।
ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারায় এবার জয়ের বিকল্প ছিল না বায়ার্নের। বুধবার ইন্টারের মাঠে ২-২ ড্র করে দলটি।
দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে পিছিয়ে থেকে ইউরোপ সেরার মঞ্চে থেমেছে বায়ার্নের পথ চলা। ম্যাচ শেষে বিদায়ের জন্য প্রথম পছন্দের খেলোয়াড়দের চোটকে দায় দিলেন কোচ কোম্পানি।
“আমি মনে করি, ইন্টারের চেয়ে বড় সমস্যা ছিল চোট। (হিরোকি) ইতো, (দায়ত) উপামেকানো, (জামাল) মুসিয়ালা, (মানুয়েল) নয়ার, (আলফুঁস) ডেভিস, (কিংসলে) কোমান, (আলেক্সান্দার) পাভলোভিচদের ছাড়াই আমাদের খেলতে হয়েছে।”
এত জনের অনুপস্থিতির পরও দুই লেগে যথেষ্ট সুযোগ তৈরি করে বায়ার্ন। দুই ম্যাচেই ইন্টারকে যথেষ্ট ভোগায় তারা। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় এবারের আসরের ফাইনালে খেলা হবে না তাদের।
“আমি করে করি, প্রথম ম্যাচে আমরা চমৎকার একটি বায়ার্ন মিউনিখকে দেখিয়েছি। আমি ফল নিয়ে বলছি না। মিলানে দ্বিতীয় ম্যাচেও আমরা ইতিবাচক মনোভাব দেখিয়েছি।”
“আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম, ইন্টারের চেয়েও বেশি। আমার অনুভূতি মিশ্র। রূঢ় বাস্তবতা হলো, ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমরা খেলব না। আমরা এটা পাল্টাতে পারব না। অন্যদিক হলো পারফরম্যান্স, আমরা জানি ম্যাচ জেতার জন্য যথেষ্ট করেছিলাম আমরা।”
ব্যস্ত সূচিরও একটা ভূমিকা থাকতে পারে, এত খেলোয়াড়ের চোটও একটা ভূমিকা থাকতে পারে, এই আলোচনার সঙ্গে একমত কোম্পানি।
“দুর্ভাগ্যজনকভাবে, এটা আমি ঠিক করিনি। অনেক ম্যাচ যোগ হওয়ায়, এখন অভিযান অনেক লম্বা। যখন আমাদের কেউ অনুপস্থিত থাকে, চাপ অনেক বেড়ে যায়।”