মোস্তাফিজুর জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক।
Published : 16 Apr 2025, 10:07 PM
পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশে দিয়েছে জনতা।
শহরের একটি কোচিং সেন্টার থেকে শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেয় জনতা। সেখানে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।
মোস্তাফিজুর (৩২) জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। তিনি শহরের একটি ভাড়া বাসায় থাকেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী বলেন, “ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা ঘটনার আলামত, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে।”
বিক্ষোভকারীরা ওই শিক্ষকের অপসারণ দাবি করেছে।