ছাড়া পেয়ে পাখিটি কিছুক্ষণ বেশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে ছিল।
Published : 09 Apr 2025, 07:12 PM
কয়েকদিন আগের এক বিকেলের কথা। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। চারদিকে পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছিল।
আমি আর আমার পোষা বিড়ালটি একসঙ্গে খেলছিলাম। হঠাৎ রাস্তার দিক থেকে কয়েকটি কুকুরের চিৎকার ভেসে এলো। কী হচ্ছে তা জানতে দৌড়ে রাস্তায় গেলাম।
দূর থেকে দেখলাম রাস্তার পাশের একটি কৃষি জমিতে কয়েকটি কুকুর তারস্বরে ঘেউ ঘেউ করছে। কৌতূহল নিয়ে সামনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি, অচেনা সুন্দর একটি পাখি কৃষকের ফসল রক্ষার জালে আটকে আছে।
একদিকে সে জালে আটকা, অন্যদিকে কুকুরের ভয়ে কাঁপছে। মৃত্যু যেন একেবারে সামনে দাঁড়িয়ে।
আমি কিছুটা সাহস নিয়ে পাখিটিকে উদ্ধারের চেষ্টা শুরু করলাম। কুকুরগুলোকে সরিয়ে কয়েক মিনিটের চেষ্টায় পাখিটিকে জাল থেকে মুক্ত করলাম।
ছাড়া পেয়ে পাখিটি কিছুক্ষণ বেশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে ছিল। মনে হল সে যেন চোখের ভাষায় আমাকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর সে ডানা মেলে উড়ে গেল তার নিজ গন্তব্যে। পাখিটি উড়ে যাওয়ার পর আমি এতটা মানসিক শান্তি পেলাম, যা আগে কখনো অনুভব করিনি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর।