একেকটি কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে আর নৌকা কিংবা টেবিল ঘড়ির এগিয়ে থাকার তথ্যে হাততালি, উল্লাস ও স্লোগানে কেঁপে উঠছে ফল ঘোষণা কেন্দ্রের বাইরের প্রাঙ্গণ।
মধ্যরাত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা এ দুই প্রতীকের নেতাকর্মীরা নগরীর বঙ্গতাজ মিলনায়তনের সামনে ভিড় করছেন নিজেদের পক্ষে ফল আসবে এ আশায়। এসময় ভিড় বাড়তে থাকলে উত্তেজনার রেশও ছড়ায় তাদের মধ্যে।
তাৎক্ষণিক ফল জানার আশায় এক পর্যায়ে সমর্থকরা ধীরে ধীরে দেয়াল টপকে বঙ্গতাজেও ঢুকতে শুরু করে। ভিড় বেড়ে যাওয়ায় আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা তাদের মিলনায়তনের পাশ থেকে সরিয়ে রাস্তার অপর পাশে নিয়ে যায়৷ সেখান থেকেই তখন উচ্ছ্বাস জানাচ্ছিলেন দুই প্রার্থীর সমর্থকরা।
সময় যত গড়িয়েছে ভোটের হিসাবে টেবিল ঘড়ি এগিয়ে থাকায় আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস বেশি দেখা গেছে সেই শিবিরেই।
তবে আশা ছাড়ছেন না আজমত উল্লা খানের সমর্থকরাও। তারা বলছেন, ভোট দিয়েছেন নৌকায় তাই শেষ কেন্দ্রের ফল ঘোষণার আগেও তারা আশা ছাড়তে রাজি নন।
তবে ঢাকার লাগোয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরুর প্রথমদিকে রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা কেন্দ্রের বাইরে তেমন ভিড় ছিল না নৌকা সমর্থকদের। সময় যত গড়িয়েছে ক্রমান্বয়ে ভিড় বেড়েছে নৌকা সমর্থকদের। টেবিল ঘড়ি শিবিরেও ভিড় হয়েছে আরও পোক্ত।
দিনভর ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা মধ্যরাত পেরিয়েছে। তবে ইভিএমে ভোট হলেও ফল ঘোষণা করতে দেরি হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফল ঘোষণা শুরুর আগে থেকেই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের পক্ষে জড়ো হয়েছিলেন। এ শিবিরে সমর্থন জোগাচ্ছেন কলেজছাত্র আনিস আলী মোল্লা। জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে তিনি বলেন, জাহাঙ্গীর ভাই মেয়র থাকাকালীন গাজীপুরে যে উন্নয়ন করেছে তা বিগত ৫০ বছরে হয়নি।
“আমরা আশাবাদী জাহাঙ্গীর ভাইয়ের আম্মাও নির্বাচিত হবেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।"
টেবিল ঘড়ির শিবিরে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকা আরেক সমর্থক রেজাউল করিমও ভোট কেন্দ্রগুলো থেকে নিজেদের এজেন্ট ও সমর্থকদের পাঠানো ফলে এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন।
বঙ্গতাজের সামনে শক্ত অবস্থান নেওয়া নৌকা শিবিরে যোগ দেওয়া নাঈম ইসলাম বলেন, "অবস্থা তো মোটামুটি ভালো। কিছু ভোটে পিছিয়ে থাকলেও এখনও অনেক কেন্দ্রের ফল বাকি। জয়ের আশা তাই ছাড়ছি না।"
নৌকার আরেক সমর্থক বিজয় আহম্মেদ বলেন, "আমাদের কাছে মেসেজ আছে দিনশেষে নৌকাই বিজয়ী হবে।"
মাঝরাতে ফল ঘোষণা কেন্দ্রের সামনে আসা মহিউদ্দিন রুবেল বলেন, "কিছু ভোটে পিছিয়ে থাকলেও এখনও অনেকগুলো কেন্দ্রের ফল আসা বাকি। সেইগুলা চলে আসলে শতভাগ আশাবাদী নৌকাই জিতবে। অল্প অল্প ব্যবধান। এগুলা খুব বড় ব্যবধান গড়ে দেবে না।"
গাজীপুরে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।
এই নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার। দুপুর পর্যন্ত ভোটের হার ৬০ শতাংশের মতো ছিল বলে নির্বাচন কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন।
বড় ধরনের গোলযোগ ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোট চলাকালীন বড় একটা অনিয়মের অভিযোগ আসেন প্রার্থীদের কাছ থেকে। জাহাঙ্গীর অভিযোগ করেছিলেন, ভোটারদের ভয় দেখানো হচ্ছে।