রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
Published : 19 Jan 2025, 12:10 AM
‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামক সংগঠনের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি অনিল গজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শীত কুমার উরাংয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিরলা মার্ডি, আদিবাসী ছাত্র পরিষদের সহসভাপতি প্রশান্ত মিন্জ, সাংগঠনিক সম্পাদক মনিকা মার্ডি, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন তিগ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা।
বক্তারা বলেন, আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালায় গঠন এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুন:স্থাপন করার দাবি জানান বক্তারা।
আরও পড়ুন:
'আদিবাসী ছাত্র-জনতা'র মিছিলে হামলা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে
বইয়ে 'আদিবাসী চিত্রকর্ম': পক্ষের লোকজনকে পেটাল বিরোধীরা
‘আদিবাসী চিত্রকর্ম’: একইদিনে এনসিটিবি ঘেরাওয়ের ঘোষণা শিক্ষার্থীদের দুই পক্ষের
পাঠ্যবই থেকে 'আদিবাসী চিত্রকর্ম' বাতিলের প্রতিবাদ চিত্রকর্মেই
'আদিবাসী চিত্রকর্ম': হামলার প্রতিবাদের মিছিলে পুলিশের বাধার নিন্দা
'সবখানেই আদিবাসীদের হেনস্তা করা হচ্ছে'
পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবি
'আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না'