“পুলিশের হামলা পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের পেটোয়া পুলিশের ভূমিকাকে স্মরণ করিয়ে দেয়।”
Published : 16 Jan 2025, 08:29 PM
‘আদিবাসী ছাত্রজনতার’ ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে করা মিছিলে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের নিন্দা জানিয়েছে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন।
এ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ডাক দিয়েছিল ‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’। দুপুরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।
পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সহসভাপতি নূতন কুমার চাকমা ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলাকে’ অত্যন্ত ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।
ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার সই করা বিবৃতিতে জানানো হয়েছে, বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, জলকামান ও সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা চালালে তৈয়ব ইসলাম, জাহিদুল ইসলাম রিয়াদ, তাসমিয়া নেবুলা, এমডি ইব্রাহিম, মন, ইভান, সুমাইয়া, মো. বাবু (পথচারী), মারুফ ভুঁইয়া, পঙ্কজ নাথ সূর্য ও বাহাদুর ত্রিপুরাসহ আরও অনেকে আহত হয়েছেন।
বিবৃতিতে নূতন কুমার চাকমা বলেন, “পুলিশের হামলা পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের পেটোয়া পুলিশের ভূমিকাকে স্মরণ করিয়ে দেয়।”
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন
'আদিবাসী চিত্রকর্ম': হামলার প্রতিবাদে মিছিল 'ছত্রভঙ্গ' করল পুলিশ
বইয়ে 'আদিবাসী চিত্রকর্ম': পক্ষের লোকজনকে পেটাল বিরোধীরা