কোপা দেল রের ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বার্সেলোনার এই স্ট্রাইকারের খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
Published : 20 Apr 2025, 03:12 PM
ঊরুর নিচের অংশে চেপে ধরে মাঠে বসে পড়লেন রবের্ত লেভানদোভস্কি। বদলি নামাতে করলেন ইশারা। কিছুক্ষণ পর তাকে তুলে নিলেন কোচ। তখনই বার্সেলোনার এই পোলিশ স্ট্রাইকারকে নিয়ে জমাট বাঁধে শঙ্কার কালো মেঘ।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের খবর, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় লেভানদোভস্কির হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আর এটা সত্যি হলে, কোপা দেল রের ফাইনালে লেভানদোভস্কিকে পাবে না বার্সেলোনা। আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও লেভানদোভস্কির খেলা নিয়ে জাগছে অনিশ্চয়তা। আগামী ৩০ এপ্রিল ও ৬ মে দুই লেগের লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।
সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে শনিবার এই চোট পান লেভানদোভস্কি। ম্যাচের ৭৮তম মিনিটে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জেতে বার্সেলোনা।
চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানদোভস্কির চোট শঙ্কা নিয়ে ম্যাচ শেষেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
“আগামীকাল (রোববার) লেভানদোভস্কির এমআরআই করানো হবে। সেই পরীক্ষার ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তখন আমরা তার চোট সম্পর্কে আরও জানতে পারব।”
বার্সেলোনার পরের ম্যাচ লা লিগায় মায়োর্কার বিপক্ষে, আগামী মঙ্গলবার।